মধ্যবিত্তের স্বস্তি! একধাক্কায় অনেকটাই কমল বেসরকারি হাসপাতালে COVID টেস্টের খরচ

রাজ্য সরকারি উদ্যোগে বিনামূল্যে করোনা পরীক্ষা করা যাচ্ছে। তবে বেসরকারি ক্ষেত্রে পরীক্ষার খরচ আছে।

Updated By: Oct 12, 2020, 06:22 PM IST
মধ্যবিত্তের স্বস্তি! একধাক্কায় অনেকটাই কমল বেসরকারি হাসপাতালে COVID টেস্টের খরচ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মাত্র দেড় হাজার টাকায় বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষা। পুজোর আগে করোনা আবহে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে সিদ্ধান্ত রাজ্যের। আগে বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষার খরচ ছিল ২২৫০ টাকা, এবার তা কমে হল ১৫০০ টাকা। সোমবার ভার্চুয়াল বৈঠকে এমনটাই জানালেন, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন:  কোভিড পরিস্থিতিতে আপোস নয়, এবার ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন মমতা

করোনা আবহেই দোরগোড়ায় শারদোত্‍সব। পুজো ঘিরে মানুষের উত্‍সাহের মাঝে চিন্তার ভাঁজ ফেলেছে করোনা। টেস্ট থেকে চিকিত্‍সা, সব নিয়েই উদ্বেগে আমজনতা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। রাজ্য সরকারি উদ্যোগে বিনামূল্যে করোনা পরীক্ষা করা যাচ্ছে। তবে বেসরকারি ক্ষেত্রে পরীক্ষার খরচ আছে। এবার সেই কোভিড টেস্টের খরচেও রাশ টানল রাজ্য।

শুধু তাই নয়। পুজোর আগেই বাড়ছে হাসপাতালে ফ্রি বেডের সংখ্যাও। কোভিড চিকিত্‍সার জন্য রাজ্যে প্রায় ১৩০০ ফ্রি বেড ছিল। পুজোর আগে আরও ৬০০টি ফ্রি বেড চালু করছে রাজ্য। নতুন এই ফ্রি বেডে সঙ্কটাপন্ন রোগীদের চিকিত্‍সাও সম্ভব। করোনা পরিস্থিতিতে পরিষেবা উন্নত করতে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ক্যাবিনেট।

.