শহরে করোনা সন্দেহে দম্পতির মৃত্যু, কারণ খতিয়ে দেখছে ডেথ অডিট কমিটি

সূত্রের খবর, করোনার উপসর্গই দেখা গিয়েছিল তাঁর শরীরে। এরপরই ১৯ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন পরিবারের কর্তা। 

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Apr 28, 2020, 05:05 PM IST
শহরে করোনা সন্দেহে দম্পতির মৃত্যু, কারণ খতিয়ে দেখছে ডেথ অডিট কমিটি

নিজস্ব প্রতিবেদন: শহরে দম্পতির মৃত্যু। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এই দম্পতি ট্যাংরার বাসিন্দা। প্রথমে মৃত্যু হয় স্ত্রী-র। সূত্রের খবর, করোনার উপসর্গই দেখা গিয়েছিল তাঁর শরীরে। এরপরই ১৯ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন পরিবারের কর্তা। তাঁকে NRS হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্য়ু হয়।

এরপর করোনা সন্দেহে ব্যক্তির দেহ আটকে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। যদিও ঠিক কী কারণে মৃত্যু হয়েছে ওই দম্পতির তা এখনও জানা যায়নি। এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি হাসপাতাল বা স্বাস্থ্যদফতর। স্বামী-স্ত্রীর মৃত্যু কারণ খতিয়ে দেখছে সরকারে ডেথ অডিট কমিটি। সমস্ত দিক খতিয়ে দেখেই মৃত্যুর কারণ জানানো হবে। 

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকাতেই একটি মুদির দোকান চালাতেন ওই দম্পতি। তাঁদের মৃত্যুরই পরই সতর্কতামূলক একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এলাকায় পুলিসে প্রহরা বসানো হয়েছে। চলছে স্যানিটাইজেশনের কাজও। এমনকী স্থানীয়দেরও সতর্ক করা হয়েছে। সবমিলিয়ে গোটা এলাকা নজরবন্দি করা হয়েছে। মৃত্যুর কারণও খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যভবনের সঙ্গে কথা বলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

.