মালদহের উপরে নির্ভর করতে হবে না, কোভিড টেস্টের জন্য VRD ল্যাব এবার বালুরঘাটেই

উত্তরবঙ্গের আরও এলাকা বালুরঘাটের ল্যাব থেকে সাহায্য পাবে

Updated By: May 20, 2021, 06:26 PM IST
মালদহের উপরে নির্ভর করতে হবে না, কোভিড টেস্টের জন্য VRD ল্যাব এবার বালুরঘাটেই

নিজস্ব প্রতিবেদন: জেলায় দিন দিন বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। ফলে বাড়ছে করোনা টেস্টের সংখ্যাও। এই সমস্যা সামাল দিতে বড়সড় পদক্ষেপ করলেন কোভিড মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত OSD ডা সুশান্ত রায়। আজ তিনি জানালেন, এবার বালুরঘাটেই হবে RT-PCR টেস্ট।

আরও পড়ুন-ভ্যাকসিন না পেয়ে হাসপাতালে তুলকালাম আইনজীবীদের, চাকরি ছাড়ার হুমকি ডেপুটি CMOH-এর  

বৃহস্পতিবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে আসেন সুশান্তবাবু। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিম দিনাজপুরের স্বাস্থ্য আধিকারিক ডা সুকুমার দে-সহ অন্যান্য আধিকারিকরা। এদিন সুশান্তবাবু বলেন, এবার বালুরঘাটেই তৈরি হবে RT-PCR টেস্ট।

আরও পড়ুন-ক্যাজুয়াল-সুপারফ্লপ মিটিং, আমাকে বলতে  দেওয়া হয়নি: Mamata

জেলায় আরটিপিসিআর(RT-PCR) টেস্টের জন্য বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হবে VRD ল্যাব। এতদিন আরটিপিসিআর টেস্টের জন্য স্য়াম্পল পাঠানো হত মালদহ মেডিক্যাল কলেজে। বালুরঘাটে(Balurghat) ওই ল্যাব হলে কোভিড টেস্টের ফলাফল পেতে আগের মতো আর দেরী হবে না। পাশাপাশি উত্তরবঙ্গের আরও এলাকা বালুরঘাটের ল্যাব থেকে সাহায্য পাবে। জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে এক মাসের মধ্যেই ওই VRD ল্যাব তৈরি হয়ে যাবে।

.