আক্রান্তের সংখ্যা ১৫০০ ছুঁইছুঁই! তৃতীয় দফার ভোটের আগে করোনার আতঙ্ক জলপাইগুড়িতে

আক্রান্তদের বাড়়িগুলিকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে পুরসভা।

Updated By: Apr 2, 2021, 09:40 PM IST
আক্রান্তের সংখ্যা ১৫০০ ছুঁইছুঁই! তৃতীয় দফার ভোটের আগে করোনার আতঙ্ক জলপাইগুড়িতে

নিজস্ব প্রতিবেদন: জেলায় আক্রান্তের সংখ্যা ১৫০০ ছুঁইছুঁই! শহরে নতুন করে সংক্রমণের কবলে পড়েছেন আরও ২ জন। তৃতীয় দফার ভোটের আগে করোনার আতঙ্ক জলপাইগুড়িতে। আক্রান্তদের বাড়িগুলিকে ইতিমধ্যেই কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে পুরসভা। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন পুর বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। 

ভোট মিটলে বিপপ আরও বাড়বে না তো? গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এ রাজ্যেও। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল হাজারেরও বেশি। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সেদিন করোনা ভাইরাসের হদিশ মিলেছিল ১২৭৪ জনের শরীরে। যা সাম্প্রতিক অতীতে রেকর্ড। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে অধিকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব  নারায়নস্বরূপ নিগম। বৈঠকে মেডিক্যাল কলেজগুলিতে করোনা রোগীদের জন্য় আলাদা ওয়ার্ড চালু করার মৌখিক নির্দেশ দেন তিনি। 

আরও পড়ুন: তৃতীয় দফার আগে ডানকুনি টোল প্লাজায় বাজেয়াপ্ত প্রচুর গুলি ও আগ্নেয়াস্ত্র

জলপাইগুড়িতেও পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। রাজ্যে যেদিন করোনা আক্রান্তের সংখ্যা হাজার পেরোয়, সেদিন জেলা শহরে ২ আক্রান্তের হদিশ পাওয়া যায়। এদিন সংক্রমিত হয়েছেন আরও ২ জন। স্বাস্থ্য দফতরের তথ্য,  জলপাইগুড়ি জেলায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা  ১৪৮১৭। মারা গিয়েছেন ১৬৪ জন। অ্যাকটিভ কেস ৪৪টি। চতুর্থ দফা থেকে ভোট শুরু হবে উত্তরবঙ্গে। জলপাইগুড়িতে ভোট পঞ্চম দফায়।

.