করোনা মোকাবিলায় শহরের রাস্তায়, স্যানিটাইজ করার কাজে নেমে পড়লেন প্রাক্তন TMC বিধায়ক

একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়েই তিনি স্য়ানিটাইজ করার কাজে নেমে পড়েন

Updated By: Jun 1, 2021, 06:50 PM IST
করোনা মোকাবিলায় শহরের রাস্তায়, স্যানিটাইজ করার কাজে নেমে পড়লেন প্রাক্তন TMC বিধায়ক

নিজস্ব প্রতিবেদন: ভোটের লড়াইয়ে একজন জয়ী। অন্যজন পরাজিত। দুজনেই নামলেন করোনা মোকাবিলায়। 

আরও পড়ুন-বন্ধ ঘর থেকে উদ্ধার শিশু-সহ একই পরিবারের ৩ জনের মৃতদেহ, চাঞ্চল্য হাবরায়

মঙ্গলবার সকাল থেকে আলিপুরদুয়ার শহরে করোনা টিকাকরণ কেন্দ্রগুলি ঘুরে দেখলেন বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী সুমন কাঞ্জিলাল। অন্যদিকে, শহরের অলিগলি ঘুরে অটো, টোটো ও রিক্সাগুলিকে স্যানিটাইজ(Sanitized) করার কাজ শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্ত্তী।  একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়েই তিনি স্য়ানিটাইজ করার কাজে নেমে পড়েন।

আরও পড়ুন-'আপনার যুক্তি শুনে নিজেকে ছাত্র মনে হচ্ছে', নারদ-শুনানিতে CBI আইনজীবীকে বিচারপতি

আলিপুরদুয়ার(Alipurduar) শহরের ৮ নম্বর ওয়ার্ডে চলছে বয়স্ক মানুষদের টিকাকরণ কর্মসূচি। সেখানে গিয়ে সৌরভ দেখেন, রোদে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করছেন প্রবীণ মানুষজন। তাঁদের মাথার উপরে ছাউনির ব্যবস্থার জন্য জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বললেন। অনুরোধ করলেন রোদ থেকে বাঁচার জন্য ওইসব মানুষের মাথর উপরে যেন ছাউনির ব্যবস্থা করা হয়।

.