ভ্যাকসিনের আকালের মধ্যেই রাজ্যে এল সাড়ে তিন লাখ Covishield ডোজ
রাজ্য সরকারের তরফে ১৪ লাখ কোভিশিল্ড ডোজের অর্ডার দেওয়া হয় সেরামকে
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভ্যাকসিনের চরম আকালের মধ্যেই কলকাতায় এল কয়েক লাখ কোভিশিল্ড ডোজ। আজ দুপুরে ওইসব ভ্যাকসিন এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে।
পুনের সেরাম ইনস্টিটিউট(Serum Institute) থেকে বাংলার জন্য পাঠানো হয়েছে ৩ লাখ ৫০ হাজার কোভিশিল্ড(Covishield) ডোজ। ওইসব ভ্যাকসিন সেরামের কাছে থেকে কিনেছে রাজ্য সরকার।
আরও পড়ুন-রাজ্যের বিরোধী দলনেতা Suvendu Adhikari, শিশিরপুত্রকে সমর্থন ২২ BJP বিধায়কের
এদিকে আজ রাজ্যে এসেছে মোট ৭ লাখ ৪৫ হাজার কোভিশিল্ড ডোজ। এর মধ্যে কেন্দ্র পাঠিয়েছে ৩ লাখ ৯৫ হাজার ডোজ। বাকীটা কিনেছে রাজ্য সরকার। ওইসব ভ্যাকসিন বাগবাজারে রাজ্যে সরকারের গোডাউনে রাখাহবে। সেখান থেকেই বিভিন্ন জায়গায় জন্য পাঠানো হবে। এনিয়ে এখনও পর্যন্ত রাজ্যে এসেছে ১ কোটি ৩০ লাখ ভ্যাকসিন ডোজ।
সরকার গঠনের পরই রাজ্য সরকার কেন্দ্রের কাছে ৩ লাখ ৬৬ হাজার কোভ্যাকসিন ডোজের অর্ডার করেছিল। সেই বরাত অনুযায়ী পুরো টিকা পাওয়া না গেলেও রবিবার সকাল ৮টা নাগাদ ১ লাখ কোভ্যাসিন ডোজ এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরে।
আরও পড়ুন- রাজ্যে সব নাগরিককে ফ্রি-তে টিকা, সম্পূর্ণ লকডাউনে সায় নেই Mamata-র
রাজ্য সরকারের তরফে ১৪ লাখ কোভিশিল্ড ডোজের অর্ডার দেওয়া হয় সেরামকে। সোমবার এল সাড়ে তিন লাখ কোভিশিল্ড ডোজ। এর ফলে কিছুটা হলেও স্বস্থি পাবেন প্রথম ডোজ পাওয়া মানুষজন।