Corona Update: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩৭২ জন, মৃতের সংখ্যা ৪১৫

গত ২৪ ঘণ্টায় ৩৭২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা ৪১৫। তবে, করোনা আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত ৩৬২০ জন রোগী সুস্থ হয়েছেন। 

Updated By: Jun 9, 2020, 10:08 PM IST
Corona Update: গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩৭২ জন, মৃতের সংখ্যা ৪১৫

নিজস্ব প্রতিবেদন: করোনার মাঝেও স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য। অফিস শুরু হয়েছে, দৈনন্দিন কাজে ফিরেছেন রাজ্যবাসী। পাল্লা দিয়ে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯। ইতিমধ্যেউ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮,৯৮৫। গত ২৪ ঘণ্টায় ৩৭২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা ৪১৫। তবে, করোনা আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত ৩৬২০ জন রোগী সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৫ জন। রাজ্যে সুস্থতার হার ৪০.২৮ শতাংশ।

আরও পড়ুন: জ্বর, সর্দি নিয়ে অফিসে ঢুকতে পারবেন না সরকারি কর্মীরা, নির্দেশিকা নবান্নের

সরকারি তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। অন্যদিকে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গেও। কোচবিহারে ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৫৪৮। কলকাতায় মৃত্যুর সংখ্যাও বেশি (২৬৫)। হাওড়া কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৯০৮ জন, উত্তর ২৪ পরগনায় ৭১৬ জন, হুগলিতে মোট আক্রান্ত ৪১৬,দক্ষিণ ২৪ পরগনায় ১৯১ জন।

আরও পড়ুন: ‘স্বাস্থ্যবিমা থেকে পরিযায়ীদের টাকা, একের পর এক মিথ্যে আউড়ে গেলেন শাহ’

অন্যদিকে দেশেও প্রতিদিনই রেকর্ড ভাঙছে। একদিনে রেকর্ড মৃত্যু আর রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯,৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই  নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন। গত  ২৪  ঘণ্টায় নতুন করে ৩৩১ জনের মৃত্যু হয়েছে। অর্থাত্‍ মৃত্যুর মোট সংখ্যা হল ৭,৪৬৬ জন। তবে করোনা থেকে সেরে উঠেছেন প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ। সুস্থতার হার প্রায় ৫০ শতাংশ। 

.