ফের করোনার থাবা মন্ত্রিসভায়, সংক্রমিত জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র
আজ বিকেলে তাঁর পজেটিভ রিপোর্ট আসে। মন্ত্রী জানিয়েছেন আপাতত হোম কোয়ারাইন্টিনে রয়েছেন।
Updated By: Aug 23, 2020, 08:52 PM IST
ফাইল চিত্র
নিজস্ব প্রতিবেদন: এই নিয়ে তৃতীয়বার মন্ত্রীসভায় করোনা সংক্রমণ। এবার করোনা আক্রান্ত জেলার জনস্বাস্থ্য কারিগরি ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র। গতকাল তিনি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ব়্যাপিড টেস্ট করান। এরপর আজ বিকেলে তাঁর পজেটিভ রিপোর্ট আসে। মন্ত্রী জানিয়েছেন আপাতত হোম কোয়ারাইন্টিনে রয়েছেন।
আরও পড়ুন: হলদিয়া শিল্পাঞ্চলে প্রকট 'গোষ্ঠীদ্বন্দ্ব', ইউনিয়ন সভাপতির পদ খোয়ালেন সাংসদ দিব্যেন্দু অধিকারী
পাশাপাশি জানা গিয়েছে, রিপোর্ট পজেটিভ হলেও তবে তিনি উপসর্গ হীন। করোনায় আক্রান্ত হওয়ার পরই ফেসবুক এবং টুইটারে দলীয় কর্মী সমর্থক-সহ সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন সৌমেন মহাপাত্র।