করোনামুক্ত হয়ে ফেরা রোগীকে পাড়ায় ঢুকতে বাধা, দুই পাড়ার বিবাদ সামলাতে লাঠিচার্জ পুলিসের

গত সপ্তাহে মেদিনীপুর শহরের এগারো নম্বর ওয়ার্ডের এক মহিলা করোনায় আক্রান্ত হন। এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়।

Updated By: Jul 20, 2020, 09:04 PM IST
করোনামুক্ত হয়ে ফেরা রোগীকে পাড়ায় ঢুকতে বাধা, দুই পাড়ার বিবাদ সামলাতে লাঠিচার্জ পুলিসের

নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরার পরেই ধুন্ধুমার। পশ্চিম মেদিনীপুরের বটতলায় চরম উত্তেজনা। অভিযোগ, দুই পাড়ার বিবাদ সামলাতে লাঠিচার্জ করে পুলিস। লাঠির ঘায়ে আহত প্রতিবন্ধী-শিশু-মহিলাসহ ১৫ জন। অভিযোগ এমনই। বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। 

আরও পড়ুন: খাতায় কলমে প্রবেশিকা নয়, করোনা আবহে বিকল্প পথে ভর্তির কথা ভাবছে যাদবপুর-প্রেসিডেন্সি

গত সপ্তাহে মেদিনীপুর শহরের এগারো নম্বর ওয়ার্ডের এক মহিলা করোনায় আক্রান্ত হন। এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়। সুস্থ হয়ে রবিবার রাতে বাড়ি ফেরেন ওই মহিলা। এরপরেই তাঁকে অন্যত্র রাখার দাবি নিয়ে এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে বিবাদ শুরু হয় বারো নম্বর ওয়ার্ডের বেহেরা পাড়ার লোকজনের। 

আরও পড়ুন: আক্রান্তের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী, রাজ্যে শুরু হয়েছে করোনার গোষ্ঠী সংক্রমণ

দু-পক্ষের মধ্যে গন্ডগোল চরমে উঠলে পুলিস আসে। অভিযোগ, সেইসময়েই বেহেরা পাড়ায় ঢুকে লাঠিচার্জ করে পুলিস। এমনকি পুলিসের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। এলাকায় উত্তেজনা রয়েছে। বসানো হয়েছে পুলিস পিকেটও। 

Tags:
.