ট্রাঙ্ক থেকে মহিলার বস্তাবন্দি নগ্ন দেহ উদ্ধার

এক অজ্ঞাতপরিচয় মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হল কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন পাওয়ার হাউস চৌপথি এলাকায়। বাজারের ভ্যাটে একটি ট্রাঙ্কের  ভেতরে বস্তাবন্দি ছিল দেহটি |

Updated By: Nov 17, 2017, 04:29 PM IST
ট্রাঙ্ক থেকে মহিলার বস্তাবন্দি নগ্ন দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন: এক অজ্ঞাতপরিচয় মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হল কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন পাওয়ার হাউস চৌপথি এলাকায়। বাজারের ভ্যাটে একটি ট্রাঙ্কের  ভেতরে বস্তাবন্দি ছিল দেহটি |

শুক্রবার সকালে স্থানীয় মানুষ প্রথম দেহটি দেখতে পান। খবর যায় কোতয়ালি থানায়। পুলিশ এসে বস্তা খুলে নগ্ন দেহটি উদ্ধার করে। দেহটির মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন - তেরো বছর পর ভারতের রেটিং বাড়াল মুডিজ

এলাকাবাসীর অনুমান, বৃহস্পতিবার রাতে কেউ ট্রাঙ্কবন্দি দেহটি ফেলে গিয়েছে। দেহটি কার? কেই বা ফেলে রেখে গেল, জানতে তদন্ত শুরু করে কোতয়ালি থানার পুলিশ। 

.