পানীয় জলে আর্সেনিক ও লেডের বিষক্রিয়া থেকে স্নায়ুরোগের শিকার শিউলির বাসিন্দারা

Updated By: Sep 6, 2017, 09:15 PM IST
পানীয় জলে আর্সেনিক ও লেডের বিষক্রিয়া থেকে স্নায়ুরোগের শিকার শিউলির বাসিন্দারা

ওয়েব ডেস্ক : সমস্যাটা হয়তো জলে। পানীয় জলে আর্সেনিক ও লেড বিষক্রিয়া থেকে স্নায়ুর সমস্যা হতে পারে। শিউলি পঞ্চায়েতের সমস্যা নিয়ে মত শহরের চিকিত্সকদের।

১৬-৪৫।  সকলেরই কমবেশি এক সমস্যা। অজানা কোনও কারণে শুকিয়ে যাচ্ছে স্নায়ু। গ্রামের বাসিন্দা পারভিনকে নিয়ে কাজ করতে গিয়ে সমস্যাটা প্রথমে নজরে আসে এক স্বেচ্ছাসেবী সংগঠনের। আরও একটু খোঁজ খবর করতেই বোঝা যায়,পারভিন একা নয়। একইধরণের স্নায়ুর রোগে ভুগছেন আশেপাশের গ্রামের বহু মানুষই। ঘরে ঘরে ঢুকে স্বাস্থ্যের দেখভাল করা আশা কর্মীরাও মানছেন, গ্রামের বহু মানুষ আক্রান্ত এই রোগে।

কিন্তু, রহস্যটা কী? কেন শিউলির ঘরে ঘরে স্নায়ুর রোগ? কী বলছেন চিকিত্সকরা? তাঁরা বলছেন, সমস্যাটা লুকিয়ে খাওয়ার জলে। আর্সেনিক বা লেডের বিষক্রিয়া থেকে স্নায়ুর এধরণের সমস্যা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। দরকার তত্‍পরতা, আরও একটু সচেতনতা। এটুকু হলেই হয়তো বাঁচানো যাবে তিল তিল করে পঙ্গু হতে বসা আরও কয়েকজনকে।

আরও পড়ুন, ইভটিজিংয়ের শিকার মেয়ে, প্রতিবাদ করায় খুন বাবা

.