Howrah: হাওড়ায় ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল আপ কোলফিল্ড এক্সপ্রেস! তারপর....

গত শুক্রবার ওড়িশায় বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেস।  আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা।

Updated By: Jun 7, 2023, 11:35 PM IST
Howrah: হাওড়ায় ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল আপ কোলফিল্ড এক্সপ্রেস! তারপর....

দেবব্রত ঘোষ: রেলপথে ফের বিপত্তি! হাওড়া থেকে ছাড়ার পর ঝাঁকুনি দিয়ে দাড়িয়ে পড়ল আপ কোলফিল্ড এক্সপ্রেস! কেন? আতঙ্কিত হয়ে পড়লেন যাত্রীরা। ঘণ্টা দেড়েক পর অবশ্য গড়াল ট্রেনের চাকা।

ঘটনাটি ঠিক কী? ঘড়িতে তখন সাড়ে পাঁচটা। এদিন বিকেলে নির্দিষ্ট সময়েই হাওড়া স্টেশন থেকে ছাড়ে আপ কোল ফিল্ড এক্সপ্রেস। গন্তব্য, ধানবাদ। এরপর সালকিয়ার বামুনগাজি ব্রিজের কাছে আচমকাই কামরায় প্রবল ঝাঁকুনি! এবং প্রায় সঙ্গে সঙ্গে থেমে যায় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই।

আরও পড়ুন: Coromandel Express Accident: মৃত ব্যক্তির নামে দু'বার ক্ষতিপূরণ দাবি! রেল দুর্ঘটনায় টাকা নিয়েও পরিবারে টানাটানি

খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। দেখা যায়, দূরপাল্লার ওই ট্রেনের প্যান্টোগ্রাফটি ভেঙে গিয়েছে! যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় মেরামতির কাজ। ঘণ্টা দেড়েক পর ফের গন্তব্যে রওনা দেয় কোল্ডফিল্ড এক্সপ্রেস। 'ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি', জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। 

এদিকে গত শুক্রবার ওড়িশায় বালেশ্বরের কাছে লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭৫ জন। আহত বহু। কোলফিল্ড এক্সপ্রেসে প্যান্টোগ্রাফ ভাঙল কী করে? ট্রেনের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা।  শাহবাজ খান নামে এক যাত্রী বলেন, 'কিছুদিন আগেই বড়সড় রেল দুর্ঘটনা ঘটেছে। তারপরেও ঠিকমত রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আজকের ঘটনা তারই প্রমাণ'।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.