গ্রামের ভাঙা রাস্তা সারাই হবে, ছুটবে গাড়ি! আজ পথশ্রী অভিযানের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গ সফর শেষে আজই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন- সাত মাস পরে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন তিনি উত্তরবঙ্গ সফরে যেতে পারেননি। এবার উত্তরবঙ্গ সফরে গিয়ে 'অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং' সারলেন তিনি। সরকারি কাজকর্মের খোঁজ নিলেন। একইসঙ্গে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি যাচাই করে দেখলেন। লকডাউনের পর উত্তরবঙ্গের আর্থ-সামাজিক পরিস্থিতি কোন জায়গায় রয়েছে, তা নিয়েও পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের মাঝেও মুখ্যমন্ত্রী কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তুললেন। তিনি সাফ জানিয়ে দিলেন, এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্র মুখ ফিরিয়ে রেখেছে।
আরও পড়ুন- রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,২৮১ জন
উত্তরবঙ্গ সফর শেষে আজই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ তিনি পঞ্চায়েত দফতরের পথশ্রী অভিযান প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে বিভিন্ন জেলায় ১২ হাজার কিলোমিটার গ্ৰামীন রাস্তা নতুন করে তৈরি করা হবে। পঞ্চায়েত দফতর প্রত্যেক জেলায় ভেঙে যাওয়া রাস্তা চিহ্নিত করে ফেলেছে ইতিমধ্যে। এই প্রকল্পে সেই সব রাস্তাকে সারিয়ে গাড়ি চলার উপযুক্ত করে তোলা হবে। মুখ্যমন্ত্রী আজ পথশ্রী অভিযান উদ্বোধন করার পর সব জেলায় ১৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে। পঞ্চায়েত সচিব এম ভি রাও জানিয়েছেন সে কথা। ডিসেম্বর এর মধ্যে গোটা রাজ্যে সমস্ত গ্ৰামীন রাস্তার সংস্কার করে গাড়ি চলাচলের উপযোগী করে দিতে হবে। নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।