Mango to Modi: রাজনৈতিক মতবিরোধের মধ্যেও আম-সম্পর্কে বিমুখ নন আম-জনতার নেত্রী

পাঠানো হয়েছে ল্যাংড়া, হিমসাগরের মতো উত্‍কৃষ্ট জাতের আম।

Updated By: Jun 29, 2021, 02:23 PM IST
Mango to Modi: রাজনৈতিক মতবিরোধের মধ্যেও আম-সম্পর্কে বিমুখ নন আম-জনতার নেত্রী

নিজস্ব  প্রতিবেদন: প্রধানমন্ত্রীকে আম পাঠালেন মুখ্যমন্ত্রী। তীব্র রাজনৈতিক মতভেদের মধ্যেও সৌজন্য সম্পর্কে জড়ালেন মোদী-মমতা 

রাজনৈতিক মতবিরোধ চরমে। কিন্তু অন্যান্য বছরের মতো এ বারও প্রধানমন্ত্রীকে যথারীতি আম পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতি বছরের মতো এ বছরও বাংলার বিখ্যাত জাতের আমই পাঠানো হয়েছে। মালদহের বিখ্যাত ল্যাংড়া বা লক্ষ্মণভোগ আমের পাশাপাশি পাঠানো হয়েছে হিমসাগর আমও। 

আরও পড়ুন: রাজ্যপাল কেন OSD হিসেবে নিজের আত্মীয়দের নিয়োগ করেছেন তার জবাব দিন: সৌগত

এই আম্র-উপহার যে শুধু প্রধানমন্ত্রীকেই দেওয়া হয়েছে তা কিন্তু নয়। আম গিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে। আম পাঠানো হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিল্লির বাড়ির ঠিকানাতেও। প্রতি বছরই রাজ্যের নির্দেশে দিল্লির বঙ্গভবনের কর্তারা এই আমোপহার পৌঁছে দেন সংশ্লিষ্ট  রাজনৈতিক নেতাদের বাড়িতে বা দফতরে। 

গতবছর অবশ্য কোভিডের (Covid) জেরে এই আম-উপহার পর্বে ইতি পড়ে গিয়েছিল। কোভিডের দ্বিতীয় ঢেউ আর রাজনৈতিক নেতাদের আম-সম্পর্ক রচনায় বাধা হয়ে দাঁড়াতে পারল না।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: জগদ্দলে গুলি-কাণ্ডে গ্রেফতার ১, মঙ্গলবারই তোলা হবে আদালতে

.