বোমা-গুলির লড়াইয়ে তুলকালাম ডোমকল, খুন তৃণমূল নেতার ছেলে-দাদা
যে দুজন খুন হয়েছেন তারা আলতাফের পরিবারেরই সদস্য
নিজস্ব প্রতিবেদন: বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এরা দুজন একই পরিবারের। আহত অনেকে।
আরও পড়ুন-হাসপাতাল থেকে চুরি গেল পাঁচ দিনের শিশু! উদ্ধার ৭ ঘণ্টায়
শনিবার কাকভোরে বোমা-গুলির লড়াইয়ে ঘুম ভাঙে ডোমকলের কুচিয়ামোড়া গ্রামের। বোমাবাজির মধ্যে পড়ে মৃত্যু হয়েছে খাইরুদ্দিন সেখ ও সোহেল রানা নামে ২ জনের।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময়ে এই কুচিয়ামোড়া গ্রামে খুন হন তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলতাফ সেখ। আজ শনিবার যে দুজন খুন হয়েছেন তারা আলতাফের পরিবারেরই সদস্য। খাইরুদ্দিন আলতাফের দাদা ও সোহেল রানা আলতাফের ছেলে।
আরও পড়ুন-বিমার টাকা হাতাতে খুন গৃহবধূ, গ্রেফতার মৃতার স্বামী
আলতাফের পরিবারের অভিযোগ, আলতাফের মৃত্যুর পর থেকেই তার খুনিরা ক্রমাগত হুমকি দিচ্ছিল। সম্প্রতি তারা জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে। সংঘগঠিতভাবে হামলা চালিয়েছে তারাই। এনিয়ে আগেই পুলিসকে জানানো হয়। কিন্তু পুলিস কোনও ব্যবস্থা নেয়নি।
এদিকে, ঘটনার পরই কুচিয়ামোড়া গ্রামে পৌঁছায় বিশাল পুলিস বাহিনী। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রামে চলেছে পুলিসি টহল।