এলাকা দখলের লড়াই; বর্ধমানে গোষ্ঠী সংঘর্ষে নিহত ১, ভাঙচুর তৃণমূল নেতার বাড়ি

বুধবার বিকালে বাইকে ধাক্কা মারাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। পরে মারপিট বেধে যায়

Updated By: Jun 10, 2020, 11:32 PM IST
এলাকা  দখলের লড়াই; বর্ধমানে গোষ্ঠী সংঘর্ষে নিহত ১, ভাঙচুর তৃণমূল নেতার বাড়ি

নিজস্ব প্রতিবেদন:  ফের অশান্তি বর্ধমান শহরে। দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম গৌতম দাস(২৫)। বুধবার সন্ধ্যায় ঝামেলা শুরু হয় শহরের লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকায়।

আরও পড়ুন-ভিড় এড়াতে সরকারি অফিসে কাজ হবে ২ শিফটে, বেসরকারিতে ওয়ার্ক ফ্রম হোমে জোর

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা স্থানীয় তৃণমূল নেতা বিকাশ মণ্ডলের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে ডিএসপি (হেড কোয়ার্টার) শৌভিক পাত্র ও বর্ধমান থানার আইসি পিন্টু সাহা বিশাল পুলিস বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মৃত গৌতম দাসের বাড়ি লক্ষ্মীপুর মাঠ এলাকার বাদশাহী রোডের শর্মাপাড়ায়। বেশ কিছুদিন ধরে লক্ষ্মীপুর মাঠ এলাকায় ওই দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। হামেশাই দু’পক্ষের মধ্যে মারপিট লেগে যেতো। এলাকার কর্তৃত্ব কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়েই মূলত ঝামেলা।

আরও পড়ুন-গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৪৩; ফের মৃতের সংখ্যা ছুঁলো ১৭, এদের ১০ জনই কলকাতার

বুধবার বিকালে বাইকে ধাক্কা মারাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। পরে মারপিট বেধে যায়। মারধরে গৌতম গুরুতর জখম হন। তাঁর কপালে ও চোখের পাশে আঘাত লাগে। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই উত্তেজিত জনতা বিকাশের বাড়িতে ভাঙচুর চালায়।

.