দুয়ারে সরকার কর্মসূচির প্রচার ঘিরে অশান্তি-মারধরের অভিযোগ

"এমন ঘটনা সত্যি হলে তা ঠিক হয়নি। এই ঘটনা সত্যি হলে দল মার্জনা করবে না ৷"

Updated By: Dec 12, 2020, 11:30 AM IST
দুয়ারে সরকার কর্মসূচির প্রচার ঘিরে অশান্তি-মারধরের অভিযোগ
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন : দুয়ারে সরকার কর্মসূচির প্রচারকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমুল কংগ্রেসের 'গোষ্ঠীদ্বন্দ্ব' ৷ রাজপুর সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি চলাকালীন ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা ও বর্তমান কো-অর্ডিনেটর অশোকা মৃধা এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ ৷ 

অভিযোগ, প্রথমে কথাকাটি হয়, তারপর মারধর করা হয় ৷ আক্রান্ত তৃণমুল নেতা চন্দন হালদারের দাবি, নতুন দিয়াড়া এলাকায় স্বাস্থ্যসথীর ফর্ম ফিলাপের কর্মসূচি পালন করছিলেন তাঁরা ৷ সেইসময় তাঁদের বাধা দেন কো-অর্ডিনেটর অশোকা মৃধা ৷ দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরই মারধর করা হয় বলে অভিযোগ ৷ 

যদিও মারধর করার কথা অস্বীকার করেছেন কো-অর্ডিনেটর অশোকা মৃধা ৷ তাঁর বক্তব্য, এই ঘটনায় বিজেপির প্ররোচনা আছে ৷ তাঁর ওয়ার্ডে তাঁর অনুমতি ছাড়াই বিশৄঙ্খলা তৈরি করার জন্য এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি ৷ অভিযুক্তরা সুব্রত বক্সীর একটি চিঠি নিয়ে এই কাজ করছিল ৷ চিঠিটি নকল বলেও দাবি করেছেন তিনি।

ইতিমধ্যেই পুরো বিষয়টি দলীয় নেতৄত্বকে জানানো হয়েছে ৷ এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের মুখপাত্র জীবন মুখোপাধ্যায় বলেন, এমন ঘটনা সত্যি হলে তা ঠিক হয়নি। এই ঘটনা সত্যি হলে দল মার্জনা করবে না ৷ যদিও তিনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়েছেন ৷ অন্যদিকে বিজেপির বারুইপুর পুর্ব সাংগঠনিক জেলার সহ সভাপতি বসন্ত শেঠিয়া বলেন, এর সাথে বিজেপির কোনও যোগ নেই ৷ এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি তাঁর ৷ 

আরও পড়ুন, স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে গ্রামবাসীদের 'ব্ল্যাকমেল' TMC প্রধানের! কড়া বার্তা দলের

উলেন রায়ের দ্বিতীয়বার ময়নাতদন্ত নিয়ে আইনি লড়াই, আদালতের রায়ে জটিলতা বাড়ল আরও

.