পুকুরের জল যাবে কোনদিকে? দুই গোষ্ঠীর সংঘর্ষে বীরভূমে ব্যাপক বোমাবাজি

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামের পরিস্থিতি এখনও উত্তপ্ত। এলাকায় পুলিশের টহলদারি চলছে।

Updated By: Jul 17, 2020, 12:54 PM IST
পুকুরের জল যাবে কোনদিকে? দুই গোষ্ঠীর সংঘর্ষে বীরভূমে ব্যাপক বোমাবাজি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: পুকুরে জল যাওয়া নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ উত্তপ্ত বোলপুর থানার সিয়ান মূলক গ্রাম৷ চলল বোমাবাজি,  উত্তপ্ত এলাকা৷ 

বোলপুর থানার সিয়ান মুলক পঞ্চায়েতের দক্ষিণ কাজীপাড়া গ্রামে পুকুরের জল কোন দিকে যাবে সেই নিয়ে দ্বন্দ্বের জেরে গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সংঘর্ষের ঘটনার জেরে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত। সংঘর্ষের জেরে এলাকায় বোমাবাজি হয়।
 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিস। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামের পরিস্থিতি এখনও উত্তপ্ত। এলাকায় পুলিশের টহলদারি চলছে।

আরও পড়ুন: রাতে বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বড়রা, আচমকাই ঝলসে গেল ৫ জনের শরীর! বাড়ির ভিতরেই ভয়ঙ্কর ঘটনা

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকারই দুই প্রভাবশালী খয়েক সেখ ও ফারুক সেখের গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্ব৷  

Tags:
.