জলপাইগুড়িতে নব্যের হাতে প্রহৃত আদি তৃণমূল

বিরোধীদের অভিযোগ, সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি সদর বিডিও অফিস, রাজগঞ্জ বিডিও অফিস, ময়নাগুড়ি বিডিও অফিস, মালবাজার বিডিও অফিস-সহ জেলার প্রায় সব বিডিও অফিসের দখল নেয় তৃণমূল। অফিসের প্রধান দরজার সামনে সশস্ত্র তৃণমূলকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

Updated By: Apr 23, 2018, 08:09 PM IST
জলপাইগুড়িতে নব্যের হাতে প্রহৃত আদি তৃণমূল

নিজস্ব প্রতিবেদন: মনোনয়ন ঘিরে বেনজির ঘটনা জলপাইগুড়িতে। মনোনয়ন জমা দিতে না পেরে সংবাদমাধ্যমে বিবৃতি দিতে গিয়ে 'তৃণমূল এ টিম'-এর হাতে মার খেলেন 'তৃণমূল বি টিম' (নির্দল প্রার্থী) তথা 'আদি তৃণমূলে'র প্রাক্তন পঞ্চায়েত আনন্দ দেবনাথ।

বিরোধীদের অভিযোগ, সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি সদর বিডিও অফিস, রাজগঞ্জ বিডিও অফিস, ময়নাগুড়ি বিডিও অফিস, মালবাজার বিডিও অফিস-সহ জেলার প্রায় সব বিডিও অফিসের দখল নেয় তৃণমূল। অফিসের প্রধান দরজার সামনে সশস্ত্র তৃণমূলকর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তৃণমূলীদের হাতে ছিল মোটা লাঠি, লোহার রড, তীর ধনুক সহ অস্ত্র শস্ত্র। আরও পড়ুন- যুবকের মৃত্যুতে অগ্নিগর্ভ বীরভূম, 'বঁটিতে শান দিচ্ছেন গ্রামবাসীরা'!

বিরোধীদের এদিন সকাল থেকেই মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে শাসকদলের পক্ষ থেকে। এমনকি, নির্দল প্রার্থীদের ও মনোনয়ন পত্র জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিস প্রশাসনের চোখের সামনেই প্রকাশ্যে শাসক দলের দাদাগিরি চলে এদিন। পুলিস নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ উঠেছে। এদিন জলপাইগুড়ি সদর বিডিও অফিসে সংবাদ মাধ্যমের কর্মীদের সাথেও বচসা বাধে তৃণমূলীদের। কিছু ক্ষেত্রে সংবাদ মাধ্যমের কাজেও বাধা দেওয়ার চেষ্টা চালানো হয়। দেখুন সেই ভিডিও-

আরও পড়ুন- আক্রান্ত মনোজ চক্রবর্তী, মনোনয়ন পোড়ালেন কংগ্রেস প্রার্থীরা

.