নামচিতে পুলিসি অভিযান ঘিরে নয়া মোড়

Updated By: Sep 2, 2017, 10:04 PM IST
নামচিতে পুলিসি অভিযান ঘিরে নয়া মোড়

ওয়েব ডেস্ক : সিকিমের নামচিতে মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে রাজ্য পুলিসের হানার পর থেকেই পরিস্থিতি ঘোরালো হতে শুরু করে। গ্রেফতার ছয় মোর্চা সদস্যের মধ্যে এখনও পর্যন্ত সিকিম আদালতে অন্তর্বর্তীকালিন জামনি পেয়ে ছাড়া পেয়েছেন সাবিত্রী রাই। বাকিদের পশ্চিমবঙ্গ পুলিসের হাতে দিতে নারাজ সিকিম। আদালতের নির্দেশ ছাড়া একাজ সম্ভব নয় বলে তারা জানিয়েছে। সব নিয়মকানুন মেনে গ্রেফতারি পরোয়ানা না আনলে তাঁদের ছাড়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সিকিমের তরফে। সিকিমের তরফে বার বার দাবি করা হচ্ছে তাদের না জানিয়েই সেদিনের অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ পুলিস। এবার তাদের সেই দাবির জবাব দিল পশ্চিমবঙ্গ CID। এই অভিযানের আগে গত ৩১ অগাস্ট CID-র তরফে সিকিম পুলিসকে যে চিঠি দিয়ে জানানো হয় তার কপি এবার উঠে এল ২৪ ঘণ্টার হাতে।

চিঠিটি দক্ষিণ সিকিমের পুলিস সুপারকে লেখা হয় CID-র পক্ষ থেকে। চিঠির বয়ান অনুসারে, 'একটি মামলায় বিমল গুরুং, প্রকাশ গুরুং, ডি কে প্রধান সহ একাধিক মোর্চা নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমাদের কাছে খবর রয়েছে আপনাদের এলাকায় তারা আত্মগোপন করে আছে। তাই আমাদের ওই এলাকায় রেড করার জন্য অনুমতি দেওয়া হোক।' যদিও, এই চিঠির প্রাপ্তার কথা অস্বীকার করা হয়েছে সিকিম প্রশাসনের পক্ষ থেকে।

 

.