জাল সার্টিফিকেটে দেদার প্র্যাকটিস, CID জালে সরকারি হাসপাতালের চিকিত্সক

CID-র জালে সরকারি হাসপাতালের চিকিত্সক। গ্রেফতার উত্তর দিনাজপুরের চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রের ভুয়ো চিকিত্সক কাইজার আলম। ২০১১ থেকে জাল সার্টিফিকেট দাখিল করে চাকরি করছিলেন কাইজার। চলছিল দেদার প্রাইভেট প্র্যাকটিস। স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে CID। তদন্তের পর গোয়েন্দারা জানতে পারেন, মেডিক্যাল কলেজে পাশের যে সার্টিফিকেট তিনি দাখিল করেছিলেন তা জাল। অভিযুক্ত কাইজার আলমকে অস্থায়ী চিকিত্সকর হিসেবে নিযুক্ত করেছিল স্বাস্থ্য দফতরই।

Updated By: May 4, 2017, 04:51 PM IST
জাল সার্টিফিকেটে দেদার প্র্যাকটিস, CID জালে সরকারি হাসপাতালের চিকিত্সক

ওয়েব ডেস্ক : CID-র জালে সরকারি হাসপাতালের চিকিত্সক। গ্রেফতার উত্তর দিনাজপুরের চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রের ভুয়ো চিকিত্সক কাইজার আলম। ২০১১ থেকে জাল সার্টিফিকেট দাখিল করে চাকরি করছিলেন কাইজার। চলছিল দেদার প্রাইভেট প্র্যাকটিস। স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে CID। তদন্তের পর গোয়েন্দারা জানতে পারেন, মেডিক্যাল কলেজে পাশের যে সার্টিফিকেট তিনি দাখিল করেছিলেন তা জাল। অভিযুক্ত কাইজার আলমকে অস্থায়ী চিকিত্সকর হিসেবে নিযুক্ত করেছিল স্বাস্থ্য দফতরই।

আরও পড়ুন, শীঘ্রই চালু হচ্ছে মালদা বিমানবন্দর; পরীক্ষা ব্যবস্থায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তলব

.