নির্মীয়মান সিমেন্ট কারখানার পাঁচিল টপকে খেলার মাঠে যেতে গিয়ে দুর্ঘটনা

Updated By: Aug 5, 2017, 09:21 AM IST
নির্মীয়মান সিমেন্ট কারখানার পাঁচিল টপকে খেলার মাঠে যেতে গিয়ে দুর্ঘটনা

ওয়েব ডেস্ক: নির্মীয়মান সিমেন্ট কারখানার পাঁচিল টপকে খেলার মাঠে যেতে গিয়ে দুর্ঘটনা। মৃত্যু হল এগারো বছরের প্রদীপ শীলের। এঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ির মোহিতনগরের ঝাঁ বাড়ি এলাকায়। স্থানীয়দের বক্তব্য, এলাকায় একটি সিমেন্ট কারখানা গড়ে উঠছে। যার জন্য কাজ চলছে বেশ কিছুদিন ধরেই। কারখানার চারপাশ একটি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পাড়ার কচিকাচারা কারখানা সংলগ্ন মাঠে খেলতে যায়।

আরও পড়ুন ফিরে এল পুরুলিয়াকাণ্ডের স্মৃতি, প্রেমের পথে কাঁটা দেড় বছরের সন্তান

যেহেতু কারখানায় ঢোকার রাস্তা খানিকটা দূরে, তাই ঘুরপথে না গিয়ে শর্টকাট নেয় অনেকেই। এদিনও পাঁচিল টপকে কারখানায় ঢুকতে যায় প্রদীপ। পাঁচিলে হুকের সঙ্গে একটি বেল্ট আটকে তা পেরোতে যায় সে। কিন্তু কোনওভাবে বেল্টটি গলায় জড়িয়ে যায় প্রদীপের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে এক স্থানীয় বাসিন্দার নজরে আসে প্রদীপের পড়ে থাকা দেহটি।

আরও পড়ুন  হলদিয়ায় বিজেপি কর্মীকে খুনের চেষ্টা, অভিযোগের তির তৃণমূলের দিকে

.