অপরিবর্তিত রইল ইংরেজবাজার পুরসভার পুরপতি, তৃণমূলের বৈঠকে গরহাজির কৃষ্ণেন্দুর অনুগামী কাউন্সিলররা
ইংরেজবাজার পুরসভার জট খুলতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের নির্দেশেই পুরসভার তৃণমূল কংগ্রেসের ২৪জন কাউন্সিলরদের তলব করেন মৌসম বেনজির নুর
নিজস্ব প্রতিবেদন: শেষমেশ অপরিবর্তিত রইলেন ইংরেজবাজার পুরসভার পুরপতি। নীহার রঞ্জন ঘোষই পুরসভার পুরপতি থাকবেন এমনই হুইপ জারি করলেন মালদা জেলার পর্যবেক্ষক গোলাম রব্বানি। ইংরেজবাজার পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের তলব করে রাজ্য নেতৃত্বের নির্দেশকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া হয়। তবে, বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুগামী কাউন্সিলররা।
জেলার পর্যবেক্ষক জানান, দলে আর কোন বিরোধ নেই। তৃণমূল কংগ্রেসের বিক্ষুদ্ধ কাউন্সিলরদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তা নিয়ে রাজ্যের তদন্ত টিম বিষয়টি খতিয়ে দেখবে। এদিকে কাউন্সিলর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে বোঝাতে পর্যবেক্ষক গোলাম রব্বানি সহ জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর তাঁর সঙ্গে ম্যারাথন বৈঠক করেন। তবে, পুরসভার বিরুদ্ধে তদন্ত হবে এমন নির্দেশে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- ওয়াটার থিম পার্কে মধুচক্রের হদিশ, হানা দিয়ে আটক ৩০ যুবক-যুবতী
উল্লেখ্য, ইংরেজবাজার পুরসভার জট খুলতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের নির্দেশেই পুরসভার তৃণমূল কংগ্রেসের ২৪জন কাউন্সিলরদের তলব করেন মৌসম বেনজির নুর । দুপু ১২টায় উপস্থিত হন মাত্র ১৪জন কাউন্সিলর। গরহাজির ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর অনুগামী ১০ কাউন্সিলর। উল্লেখ্য ১৫জন কাউন্সিলর পুরপতির প্রতি অনাস্থার ডাক দিয়েছিলেন। মালদা জেলার পর্যবেক্ষক গোলাপ রব্বানিও উপস্থিত ছিলেন এ দিন।
দুপুর ১টা নাগাদ উপস্থিত ১৪জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের নিয়ে বৈঠক শুরু হয় তৃণমূল কংগ্রেসের জেলা পর্যবেক্ষক গোলাম রব্বানি ও জেলা সভানেত্রী মৌসম বেনজির নুরের। এক ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। এরপর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নেতৃত্ব জানান তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের তোলা অভিযোগের তদন্ত হবে। গড়া হবে তদন্ত কমিটি। পুরপতি নীহার রঞ্জন ঘোষই অব্যহত থাকবে।