কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার মামলায় হাইকোর্টে হলফনামা দিল কেন্দ্র

Updated By: Oct 25, 2017, 04:37 PM IST
কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার মামলায় হাইকোর্টে হলফনামা দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের পক্ষে সওয়াল করে কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রক। হলফনামায় বাহিনী প্রত্যাহারের অনুমতি চেয়ে একাধিক সওয়াল করেছে কেন্দ্র। 

সম্প্রতি দার্জিলিং থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। পুজাবকাশের পর এদিন আদালতে সেই মামলায় হলফনামা জমা দেয় কেন্দ্রীয় সরাকর।

আরও পড়ুন - গুজরাটে ভোট ৯ ও ১৪ ডিসেম্বর, ফল ঘোষণা ১৮ ডিসেম্বর

তাতে কেন্দ্র দাবি করেছে, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। তাই তা নিয়ন্ত্রণের ব্যবস্থা রাজ্যকেই করতে হবে। বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্য চাওয়া যেতে পারে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে স্থায়ী ভাবে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। এব্যাপারে রাজ্যগুলিকে স্বনির্ভর হতে হবে।  

সঙ্গে কেন্দ্রের দাবি, বাহিনী মোতায়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক্তিয়ারভুক্ত। তাতে হস্তক্ষেপের অধিকার নেই আদালতের। 

 

.