বাতাসে জলীয় বাষ্প, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

Updated By: Oct 25, 2017, 11:00 AM IST
বাতাসে জলীয় বাষ্প, বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি:  বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গজুড়ে ফের মুখ ভার আকাশের। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলে। তবে আবহাওয়া দফতরের আশ্বাস, আশঙ্কার কোনও কারণ নেই। মূলত জলীয় বাষ্প ঢুকে পড়াতেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহবিদরা।

আরও পড়ুন: প্রয়াত বিখ্যাত ধ্রুপদী সঙ্গীতশিল্পী গিরিজা দেবী, শোকস্তব্ধ সঙ্গীত মহল

হাওয়া অফিস জানাচ্ছে, নীচের বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঢুকে পড়ায় বিচ্ছিন্ন মেঘ তৈরি হয়েছে। এর ফলেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। বুধবার ভোরের দিকেও কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা উত্তর ২৪ পরগনা, নদিয়া ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলেই জানিয়ে গিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনার বেশ জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনভর মেঘলা থাকবে আকাশ।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং পাহাড় ও সংলগ্ন তরাই ও ডুয়ার্সে। পশ্চিমবঙ্গ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে বলে এদিন জানিয়েছে মৌসম ভবন।  

আরও পড়ুন: ডেঙ্গি নিয়ে কোনও তথ্য লুকাচ্ছে না রাজ্য সরকার, দাবি নবান্নের

.