Cow Smuggling: আরও চাপে অনুব্রত, দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু সিবিআইয়ের!
গোরু পাচারকাণ্ডে ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরায় কার্যত কোনও প্রশ্নেরই উত্তর দেননি কেষ্ট। শুধু ঘাড় নেড়েছেন! আইনি প্রক্রিয়া শেষ হলে, অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে
বাসুদেব চট্টোপাধ্য়ায়: চাপ বাড়ছে অনুব্রত মণ্ডলের উপরে? শনিবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল জেলা সংশোধনাগারে এলেন সিবিআইয়ের দুই আধিকারিক। সঙ্গে ছিলেন গোরুপাচারকাণ্ডে তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য ও তাঁর এক সহযোগী। এনিয়ে বিকেল পাঁচটা নাগাদ তাঁরা সংশোধনাগারে প্রবেশ করেন তাঁরা। গোরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে ইডি। তার মধ্যেই আজ আসানসোল বিশেষ সিবিআই আদালতে আসেন সিবিআই এসপি রাজীব মিশ্র। তিনি সাক্ষাত করেন বিচারক রাজেশ চক্রবর্তীর সঙ্গে।
আরও পড়ুন-বিশ্বকাপে সর্বাধিক গোল রয়েছে কাদের ঝুলিতে ? দেখে নিন এক ঝলকে
সিবিআই আধিকারিকদের আজ আসানসোল আদালতে পিপি-র দফতরে এসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা, বিচারকের সঙ্গে সাক্ষাত করা-সহ বিভিন্ন কাকর্মকাণ্ডে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। তাহলে কি এবার সত্যিই দিল্লি যাচ্ছেন অনুব্রত? ইডির পাশাপাশি সিবিআইও কি একই লক্ষ্যে এগোচ্ছে? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে।
উল্লেখ্য, গোরু পাচারকাণ্ডে ইডির হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। কেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জেরায় কার্যত কোনও প্রশ্নেরই উত্তর দেননি কেষ্ট। শুধু ঘাড় নেড়েছেন! আইনি প্রক্রিয়া শেষ হলে, অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে। একবার কিংবা দু'বার নয়, টানা দশবার। গোরু পাচারকাণ্ডে যখনই নোটিশ পাঠানো হয়েছে, তখনই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছে। গত ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। বীরভূমের কেষ্ট-র ঠিকানা এখন আসানসোল সংশোধানাগার। প্রভাবশালী তত্ত্বে' খারিজ হয়ে গিয়েছে জামিনের আবেদন। চলতি মাসের ১১ তারিখে অনুব্রতকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের সিবিআই আদালত। ২৫ নভেম্বর সেই মামলার পরবর্তী শুনানি।