কোচবিহারের মাথাভাঙায় BSF-এর গুলিতে মৃত বাংলাদেশি পাচারকারী, আহত ১

দীর্ঘ দিন ধরেই মাথাভাঙা ১ নম্বর ব্লকের(Mathabhanga Block Number 1) গোপালপুর(Gopalpur) গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগরামগুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে(Bangladesh Border) গরু পাচারের ঘটনার অভিযোগ উঠছিল। তবে, না নিয়ে নির্দিষ্ট তথ্য না মেলায় কিছুটা সমস্যায় পড়েছিল সীমান্ত রক্ষী বাহিনী।

Updated By: Mar 17, 2022, 02:00 PM IST
কোচবিহারের মাথাভাঙায় BSF-এর গুলিতে মৃত বাংলাদেশি পাচারকারী, আহত ১
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: সীমান্তে(India-Bangladesh Border) ফের বিএসএফের(BSF)গুলি। চোরাচালান(Smuggling) রুখতেই মাথাভাঙার(Mathabhanga) ভোগরামগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে(India-Bangladesh Border) গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, ঘটনায় মৃত্যু হয়েছে এক বাংলাদেশী নাগরিকের(Bangladeshi Citizen)। আহত হয়েছেন আরও একজন। তাদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 

দীর্ঘ দিন ধরেই মাথাভাঙা ১ নম্বর ব্লকের(Mathabhanga Block Number 1) গোপালপুর(Gopalpur) গ্রাম পঞ্চায়েত এলাকার ভোগরামগুড়িতে ভারত বাংলাদেশ সীমান্তে(Bangladesh Border) গরু পাচারের ঘটনার অভিযোগ উঠছিল। তবে, না নিয়ে নির্দিষ্ট তথ্য না মেলায় কিছুটা সমস্যায় পড়েছিল সীমান্ত রক্ষী বাহিনী। অবশেষে বুধবার গভীর রাতে ২ চোরাচালানকারীকে অন্ধকারের মধ্যেই চিহ্নিত করেন বিএসএফ জওয়ানরা। জানা যাচ্ছে, তাদের সেখানে দাঁড়িতে বললেও, জওয়ানদের দেখে পালাতে থাকে অভিযুক্তরা। এপরই গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সেখানেই জেরা করে আরও তথ্য জোগাড় করার চেষ্টা করছে বিএসএফসের আধিকারিকরা।   

এর আগেও, মাথাভাঙা ১ নম্বর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে চোরাচালানের অভিযোগ উঠেছে। বেশ কয়েকটি ক্ষেত্রে কয়েকজন চোরাচালানকারীকে গ্রেফতারও করা হয়। কিন্তু, তারপরও সেভাবে রোখা যায়নি এই কাজ। যদিও, এই ঘটনায় এখনও পর্যন্ত বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আরও পড়ুন- Memari Murder: ৬ বছরের সম্পর্কে বিয়েতে অস্বীকার, প্রেমিকার বাড়িতে প্রেমিককে পাওয়া গেল 'চরম' অবস্থায়!

আরও পড়ুন- Cyclone Ashani: বাংলার আকাশে 'অশনি' সঙ্কেত, ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে এ রাজ্যে?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.