Canning: কল আছে জল নেই, বারবার বলেও সমাধান করেনি প্রশাসন
শিক্ষকদের দাবি এটি দীর্ঘদিনের সমস্যা। বারবার বলেও প্রশাসনের তরফ থেকে কোনও লাভ হয়নি। পাশাপাশি স্কুলে যারা মিড ডে মিল রান্না করছে সেই রাঁধুনিরাও জানান যে স্কুলে জল না থাকায় রান্না করতেও সমস্যা হয়। অন্যদিকে এলাকার অঞ্চল সভাপতি খতিব সর্দার জলের সমস্যার কথা মেনে নিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরেই ওই স্কুল দুটিতে জলের সমস্যা আছে'।
প্রসেনজিৎ সর্দার: কল আছে জল নেই। দীর্ঘদিনের এই সমস্যা ক্যানিং গোলাবাড়ির দুটি স্কুলে। একই ছাতার তলায় প্রাইমারি ও আপার প্রাইমারি দুটি স্কুল। ক্যানিং গোলাবাড়ির দক্ষিণ বুধখালী এলাকায় পানীয় জলের বড় সমস্যা। দীর্ঘদিনের জলের সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্রছাত্রী শিক্ষকদের। পাশাপাশি স্কুলের রান্নাবান্নাতেও জলের সমস্যা হয়। পাশাপাশি বাথরুমেও নেই জল। যদিও স্কুলে তিনটি কল। তার মধ্যে দুটি কলে জল নেই শুরু থেকেই। অপর একটি কলে জল আছে কিন্তু সেটিও নোনা জল।
আরও পড়ুন: Dhupguri: লাঠির ঘায়ে আঙুল ভাঙল লরি চালকের, সাসপেন্ড সিভিক পুলিস
শিক্ষকদের দাবি এটি দীর্ঘদিনের সমস্যা। বারবার বলেও প্রশাসনের তরফ থেকে কোনও লাভ হয়নি। ছাত্রছাত্রীরা পানীয় জল নিতে যায় স্কুলের সামনে একটি খালের সাঁকো পার হয়ে অনেকটা দূরে। আর সেই ভাঙা সাঁকো পার হতে গিয়ে প্রায়ই ঘটে যায় বিপদ।
পাশাপাশি স্কুলে যারা মিড ডে মিল রান্না করছে সেই রাঁধুনিরাও জানান যে স্কুলে জল না থাকায় রান্না করতেও সমস্যা হয়। চাল-আনাজ ধোয়া, রান্না করার ক্ষেত্রে খুব সমস্যা হয় জলের জন্য। স্কুলে জল না থাকায় বহু দূর থেকে সেই জল আনতে হয় খালের ভাঙা সাঁকো পার হয়ে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করতে পারেনি প্রশাসন এমনটাই তাদের অভিযোগ।
আরও পড়ুন: SSC Recruitment Scam: ৮ অ্যাকাউন্টে কোটি কোটির লেনদেন! আজ ফের আদালতে জীবনকৃষ্ণ
অন্যদিকে এলাকার অঞ্চল সভাপতি খতিব সর্দার জলের সমস্যার কথা মেনে নিয়ে বলেন, ‘দীর্ঘদিন ধরেই ওই স্কুল দুটিতে জলের সমস্যা আছে। একটি কল তারা সরকারিভাবে বসিয়েছিলেন কিন্তু সেই কলে নোনা জল ওঠে। আরও দুটি পিএইচডি কল আছে। কিন্তু প্রথম থেকেই সেই কলে জল নেই’। তিনি মেনে নিয়েছেন এই কথা। পাশাপাশি তিনি বলেন পঞ্চায়েত নির্বাচনের আগে সাবমার্শনাল করার কথা বলেছেন। কিন্তু তাতে আদৌ পানীয় জলের সমস্যা সমাধান হয়ে কিনা তা সময় বলবে। কিন্তু প্রশাসনের তরফ থেকে সেভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।