প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী ছাত্র!

Updated By: Sep 7, 2017, 04:06 PM IST
প্রেমিকাকে ভিডিও কল করে আত্মঘাতী ছাত্র!

ওয়েব ডেস্ক: ফেসবুকে ভিডিও কল করে, তা চলাকালীনই আত্মঘাতী ছাত্র। চাঞ্চল্য হাবড়ায়। মাত্র কয়েকদিন আগেই, দেড় বছরের প্রেম ভাঙার ধাক্কা। তারওপর প্রেমিকার সঙ্গে ফেসবুকে অন্য একটি ছেলের ছবি। পরিবারের অভিযোগ, এতে কার্যত ভেঙে পড়েছিল ওই ছাত্র। প্রাক্তন প্রেমিকাকে ভিডিও কল করে ফের সম্পর্ক জোড়া লাগানোর শেষ চেষ্টা করে সে। বলেছিল, তাকে ছাড়া বাঁচবে না। কিন্তু প্রেমিকার মন গলেনি। রাজি হয়নি সে। অভিযোগ, এরপরই ভিডিও কল চলাকালীনই ওই ছাত্র আত্মহত্যা করে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিকাকে আটক করেছে পুলিস।   

.