Birbhum, TMC: অনুব্রতহীন বীরভূমে ফের ভাঙন তৃণমূলে

 শিয়রে পঞ্চায়েত ভোট। বীরভূমে দল ছাড়লেন তৃণমূলের বুথ সভাপতি-সহ ৬০০ জন নেতাকর্মী।

Updated By: Apr 6, 2023, 10:52 PM IST
Birbhum, TMC: অনুব্রতহীন বীরভূমে ফের ভাঙন তৃণমূলে

প্রসেনজিৎ মালাকার: শিয়রে পঞ্চায়েত ভোট। অনুব্রতহীন বীরভূমে ফের তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন বুথ সভাপতি-সহ আরও ৬০০ জন।  সিপিএমে যোগ দিলেন তাঁরা।

রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতেরই মেয়াদ শেষের মুখে। ভোট কবে? সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি  ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়ে দিলেন, 'নির্বাচন স্থগিত করা অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এটা করতে পারি না। এক্ষেত্রে আমরা হস্তক্ষেপ করব না'।

আরও পড়ুন: BJP: দলের প্রতিষ্ঠা দিবসেই ধুন্ধুমার, বিজেপি জেলা কার্যালয়ে বিক্ষোভ কর্মীদের

গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডল এখন ইডি-র হেফাজতে। বীরভূমের যখন তৃণমূলের ভাঙন অব্য়াহত, তখন ফের শক্তি বাড়ছে বামেদের। কীভাবে? এদিন পাড়ুই  সাত্তর গ্রামপঞ্চায়েতের হাটপুকুর ডাঙায় এক জনসভায় সিপিএমে যোগ দিলেন তৃণমূলের ৬০০ জন নেতাকর্মীরা। বাদ গেলেন বুথ সভাপতিও।

এদিকে দিন কয়েক আগে বোলপুরের মাহিদাপুর যৌথভাবে সভা করেছিল সিপিএম ও কংগ্রেস। সেই সভাতেও দল ছেড়েছিলেন দল ছেড়েছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.