দুর্গাপুর ইস্পাত কারখানায় আচমকা বিস্ফোরণ, ঝলসে গেলেন ৫ জন

ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধেই আঙুল তুলেছেন শ্রমিকরা

Updated By: Jan 12, 2020, 06:44 PM IST
দুর্গাপুর ইস্পাত কারখানায় আচমকা বিস্ফোরণ, ঝলসে গেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুর ইস্পাত কারখানার সিডিআই(কোল্ড ডাস্ট ইন্ডাস্ট্রি) বিভাগের ফার্নেস।  কয়েক মুহুর্তে ঝলসে গেলেন ৫ জন।

আরও পড়ুন-সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে! বেলুড় মঠে প্রধানমন্ত্রীর ‘রাজনৈতিক’ মন্তব্যে জোর বিতর্ক

রবিবার সকালে আচমকাই বিকট শব্দ করে ফেটে যায় সিডিআই ফার্নেস। আগুনে ঝলসে যান মোট ৫ জন। এদের মধ্যে রয়েছেন ১ অফিসার, ২ ঠিকা শ্রমিক ও ২ স্থায়ী শ্রমিক।  এরা সবাই ফার্নেসের ফ্যান বিভাগে কাজ করছিলেন। সকাল এগারোটা নাগাদ ওই বিস্ফোরণ ঘটে যায়। পুলিস সূত্রে খবর আহতরা হলেন, নাসির আলম, সুব্রত বালা, মণীষা নিমা, সঞ্জিত কুন্ডু ও সুজয় ঘটক।

আহতদের অধিকাংশের আঘাত গুরুতর। ঘটনার পরপরই তাদের দুর্গাপুর প্ল্যান্ট মেডিকেলে প্রাথমিক চিকিত্সার পর একজনকে ইস্পাত হাসপাতাল ও ৪ জনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।  ওই চার জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-কোচবিহারের শীতলকুচি যাওয়ার পথে গ্রেফতার বিজেপি নেতা সায়ান্তন বসু, তোলপাড় এলাকা

এদিকে, ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধেই আঙুল তুলেছেন শ্রমিকরা। তাঁদের দাবি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কার গাফিলতিতে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখতে হবে।  এনিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

.