লক্ষ্য ২১-এর নির্বাচন, ব্লু প্রিন্ট তৈরি করতে আজই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দিলীপ, বিজয়বর্গীয়রা

লোকসভা নির্বাচনে বাংলায় নিজেদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে পদ্মশিবির। এবার লক্ষ্য ২০২১'র বিধানসভা নির্বাচন।  এই নির্বাচনকে পাখির চোখ করেই এগোতে শুরু করেছে পদ্ম শিবির। 

Updated By: Jun 4, 2019, 11:23 AM IST
লক্ষ্য ২১-এর নির্বাচন, ব্লু প্রিন্ট তৈরি করতে আজই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে দিলীপ, বিজয়বর্গীয়রা

নিজস্ব প্রতিবেদন: ২১'র নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি করতে এখন থেকেই তত্পর বিজেপি। আজ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, বৈঠকে থাকছে দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়রা।

 

লোকসভা নির্বাচনে বাংলায় নিজেদের ক্ষমতা দেখিয়ে দিয়েছে পদ্মশিবির। এবার লক্ষ্য ২০২১'র বিধানসভা নির্বাচন।  এই নির্বাচনকে পাখির চোখ করেই এগোতে শুরু করেছে পদ্ম শিবির। 
লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির টার্গেট ছিল ২৩টি আসন। সেক্ষেত্রে ১৮টি আসন দখল করে বাংলায় নিজেদের 'ক্ষমতা' জাহির করেছে মোদী-শাহ জুটি। বিধানসভা নির্বাচনেও এই সাফল্যের ধারা বজায় রাখতে তত্পর তাঁরা।  সেইকারণে সময় নষ্ট না করে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছেন তাঁরা। 

তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, উত্তপ্ত গড়বেতা
মঙ্গলবার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য নেতৃত্ব।
নির্বাচনে লড়াইয়ের রূপরেখা নির্ধারণ করতেই এই বৈঠক। 
অন্যদিকে, গণতন্দ্র বাঁচাতে ব্যালটে নির্বাচন ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
ইভিএমে যে তাঁর বিশ্বাস নেই, সেকথাও এদিন স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই তাঁর স্লোগান, "গণতন্ত্র বাঁচাও। ব্যালট ফিরিয়ে দাও। মেশিন চাই না।"

.