জলপাইগুড়িতে বিজেপির বাস আটকানোয় ধুন্ধুমার, মাথা ফাটল পুলিসের
জলপাইগুড়ির জুড়াপানি এলাকাতেও উত্তেজনা ছড়ায়। ওই এলাকাতেও বিজেপি কর্মীদের বাস আটকে দেয় পুলিস।
নিজস্ব প্রতিবেদন: সভায় যাওয়ার পথে বিজেপির বাস আটকায় পুলিস। বিজেপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে গুরুতর জখম অ্যাডিশনাল এসপি (গ্রামীণ), এএসআই, এসআই সহ মোট ২০ জন পুলিস কর্মী আহত। ঘটনাকে ঘিরে উত্তপ্ত জলপাইগুড়ির জুড়াপানি এলাকা। আহত পুলিস কর্মীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: মমতার সামনে আত্মসমর্পণ করবে না বিজেপি, রথযাত্রা হবেই, ঘোষণা অমিত শাহের
কোচবিহারে বিজেপির সভা ঘিরে শুক্রবার সকাল থেকে ছিল চাপান উতোর। এদিন সকালেই উত্তপ্ত হয়ে ওঠে রাজগঞ্জ এলাকা। এখান থেকে বাসে বিজেপি কর্মীরা সভাস্থলে যাচ্ছিলেন। অভিযোগ, জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় বিজেপিকর্মী বোঝাই বাস আটকে দেয় পুলিস। কোতোয়ালি থানায় নিয়ে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের তুলে আনা হয়। এরপরই ক্ষেপে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। থানার গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
আরও পড়ুন: অমিত ছাড়াই কোচবিহারে 'মুখরক্ষা'র সভা বিজেপির
এরই মধ্যে জলপাইগুড়ির জুড়াপানি এলাকাতেও উত্তেজনা ছড়ায়। ওই এলাকাতেও বিজেপি কর্মীদের বাস আটকে দেয় পুলিস। সেসময় পুলিসকে লক্ষ্য করে বেপরোয়া ইট ছোড়েন বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে মাথা ফেটে যায় অ্যাডিশনাল এসপি (গ্রামীণ) দেনদ্রুপ শেরপা। আহত হন এএসআই, এসআই-সহ ২০ জন পুলিস কর্মী। বাসটিতেও ভাঙচুর চলে। বেশ কয়েকজন বাসের যাত্রীও আহত হন বলে খবর। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
অন্যদিকে, চৌপথি এলাকায় রাস্তায় বসে অবরোধ শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকরা।