এবার জলপাইগুড়ি, ফের তৃণমূলের মারে বিজেপিকর্মীর মৃত্যুর অভিযোগ, ঘেরাও হল থানা
তৃণমূল কর্মীদের মারে বিজেপি কর্মীর মৃত্যু অভিযোগ। ময়নাতদন্তের পর দেহ জলপাইগুড়ি কোতয়ালি থানায় রেখে বিক্ষোভ বিজেপির।
নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কর্মীদের মারে বিজেপি কর্মীর মৃত্যু অভিযোগ। ময়নাতদন্তের পর দেহ জলপাইগুড়ি কোতয়ালি থানায় রেখে বিক্ষোভ বিজেপির।
বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তীর অভিযোগ, সোমবার জলপাইগুড়ি এসপি অফিস ঘেরাও কর্মসূচি সেরে রাতে বাড়ি ফিরছিলেন বছর ৪৫-এর মনমোহন দাস। ফেরার সময় পথ আগলে দাঁড়ায় স্থানীয় তৃনমূল নেতা মোসারফ হোসেন ও তাঁর দলবল। ঘেরাও কর্মসূচিতে যাওয়ার অপরাধে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে তারা। স্থানীয় বাসিন্দারা আহত মনমোহনবাবুকে উদ্ধার করে জলপাইগুড়ির এক নার্সিংহোমে নিয়ে গেলে সেখান থেকে তাদের জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে যাবার সময় পথে মৃত্যু হয় আহত বিজেপি সমর্থকের।
অভিযুক্ত তৃণমূল নেতা মোশারফ হোসেন টেলিফোনে জানান, 'মিথ্যে অভিযোগ। আমাদের ফাঁসানোর চক্রান্ত করছে বিজেপি।
এই ঘটনার পর আজ বিজেপি ময়নাতদন্তের পর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় দেহ রেখে বিক্ষোভ দেখায়।
রাজগঞ্জ থানার ওসি সুজন কুন্ডু জানান, 'অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।'