ভোটের রণকৌশল নির্ধারণে বৈঠক BJP-র, হাজির থাকতে পারেন ৪ কেন্দ্রীয় মন্ত্রী

আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দু অধিকারী-সহ মেদিনীপুরের সভায় দলে যোগ দেওয়া নেতা-নেত্রীদেরও। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Dec 27, 2020, 12:03 AM IST
ভোটের রণকৌশল নির্ধারণে বৈঠক BJP-র, হাজির থাকতে পারেন ৪ কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন:  নজরে একুশের বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। ভোট যুদ্ধে রণকৌশল চূড়ান্ত করতে আগামী ২৮ কিংবা ২৯ ডিসেম্বর বিশেষ বৈঠকে বসছেন বঙ্গ বিজেপি (BJP) নেতত্ব। সেই বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় চার মন্ত্রী। আমন্ত্রণ জানানো হয়েছে শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) মেদিনীপুরের সভায় দলে যোগ দেওয়া নেতা-নেত্রীদেরও। সূত্রের খবর এমনই।

আরও পড়ুন: Sunil Mandal-কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে: Kailash Vijayvargiya

মিশন বাংলা। বিধানসভা ভোটের আগে রাজ্যে আনাগোনা বাড়ছে বিজেপির (BJP) সর্বভারতীয় নেতাদের। কয়েক দিন আগে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মিটিং, মিছিল-সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকার বিরোধী প্রচার এখন সপ্তমে। বিধানসভা ভোটের দুশোর বেশি আসনের জেতার লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন শাহ (Amit Shah)। বস্তত, ভোটের মুখে তৃণমূলেও (TMC) ভাঙন ধরিয়েছে বিজেপি (BJP)। শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) গেরুয়াশিবিরে নাম লিখিয়েছেন শাসকদলের একাধিক নেতা-নেত্রী। বাদ যায়নি কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM) বিধায়কও। 

আরও পড়ুন: ফেসবুক পোস্টে ফের বিতর্কে Udayan, নাম না করে পাল্টা Rabindranath-রও

হেস্টিংস দলের সদর দফতরে এদিন শুভেন্দু-সহ যাঁরা সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। বলেন,  '২১ বছর তৃণমূল পার্টিটা করেছি বলে এখন লজ্জা করে। এই দলটা এখন একটা কোম্পানিতে পরিণত হয়েছে। ৩৪ বছর বামেরা এই রাজ্যকে বিপথে চালিত করেছে। তৃণমূল কংগ্রেসও সেই একই চটিতে পা গলিয়েছে। রাজ্যের কোনও উন্নতি হয়নি। রাজ্যবাসীর অর্থনৈতিক অবস্থা ক্রমশ খারাপ হয়েছে।' একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিশ্বস্ত সৈনিকের ডাক, 'বাংলাকে Narendra Modi-র হাতে তুলে দিতে হবে'। কিন্তু সেই লক্ষ্য কীভাবে পূরণ হবে? সেই রণকৌশল ঠিক করতে এবার চার জন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতি বঙ্গ বিজেপির নেতারা বৈঠকে বসতে চলেছেন বলে সূত্রের খবর। 

.