Covid Vaccine: তৃণমূল কার্যালয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন, কোচবিহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিস কর্মীরা। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা

Updated By: Aug 6, 2021, 09:10 PM IST
Covid Vaccine: তৃণমূল কার্যালয়ে দেওয়া হচ্ছে ভ্যাকসিন, কোচবিহারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কার্যালয়ে ভ্যাকসিন ক্যাম্পের আয়োজনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। শুক্রবার সকালে কোচবিহারের বক্সিরহাট থানার মহিষকুচির বাকলা বাজারে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা।

আরও পড়ুন-Tanker strike: IOC-ট্যাঙ্কার মালিকদের বৈঠকে অধরা সমাধান সূত্র, তেল সঙ্কটের মুখে বেশ কয়েকটি জেলা 

বিজেপি কর্মী সুজিত সাহার অভিযোগ, প্রতিনিয়ত সাধারণ মানুষ ভ্যাকসিন এর জন্য হয়রানি শিকার হচ্ছেন। অন্যদিকে গত বুধবার মহিষকুচি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলীয় কার্যালয় স্বাস্থ্যকর্মীদের দিয়ে বেছে বেছে তৃণমূল কর্মীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এলাকায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র থাকতেও কেন পার্টি অফিসে ভ্যাকসিন দেওয়া হল। এর প্রতিবাদেই রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-Covishield: শনিবারও কলকাতায় বন্ধ টিকা; বাংলায় করোনা বাড়ানোর চক্রান্ত, তোপ Firhad-র

পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পুলিস কর্মীরা। তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.