Gaighata: গাইঘাটায় ধাক্কা গেরুয়া শিবিরে, তৃণমূলে বিজেপির পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন যুব মোর্চার সভাপতি

রবিবার বিকালে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার

Updated By: Sep 12, 2021, 11:47 PM IST
Gaighata: গাইঘাটায় ধাক্কা গেরুয়া শিবিরে, তৃণমূলে বিজেপির পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন যুব মোর্চার সভাপতি

নিজস্ব প্রতিবেদন: গাইঘাটায় বিজেপিতে ধস অব্যাহত। ফুলশড়া গ্রাম পঞ্চায়েত সদস্যা অনুশ্রী দাস সাহা ও চাঁদপাড়া বিজেপির যুব মোর্চার প্রাক্তন  সভাপতি সহ ৫০০ বিজেপি কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে।

আরও পড়ুন-Bardhaman: আউশগ্রামে তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলেরই ৩ কর্মী

রবিবার বিকালে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলো রানী সরকার ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য গোবিন্দ দাস। এদিনের এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ইলা বাগচী, বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত-সহ দলের নেতা-কর্মীরা। 

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দলে কাজ করা যাচ্ছিল না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে জানান দলত্যাগীরা। 
তাদের দাবি এখানে যারা বিজেপি ছিল সবাই তৃণমূল হয়ে গিয়েছে।

আরও পড়ুন-Afghanistan: দুরুদুরু বুকেই কাবুল বিমানবন্দরে কাজে ফিরলেন নিরুপায় আফগান মহিলারা

এ বিষয়ে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার বলেন, সারা রাজ্যে তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল। বিভিন্ন ভাবে ধমকানি, চমকানি, ভয়-ভীতি দেখিয়ে আমাদের কর্মকর্তাদের দলে টানছে। বাঁচার তাগিদে তারা গিয়েছে। তবে তারা যেখানেই থাক মনেপ্রাণে বিজেপি।

গোষ্ঠীদ্বন্দ্বের ফলে দলত্যাগ প্রসঙ্গে স্বপনবাবু বলেন, ওগুলি সব তৃণমূলের শেখানো কথা। একদল থেকে আরেক দলে গেলে এমন বলতে হয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.