Video: প্রার্থী-ক্ষোভে খড়গপুরে দলের পোস্টার ছিঁড়লেন বিজেপি নেত্রী

Municipal Election 2022: পুরভোটে প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভ গেরুয়াশিবিরেও।

Updated By: Feb 8, 2022, 10:29 PM IST
Video: প্রার্থী-ক্ষোভে খড়গপুরে দলের পোস্টার ছিঁড়লেন বিজেপি নেত্রী

নিজস্ব প্রতিবেদন: পুরভোটে কেন তাঁকে টিকিট দেওয়া হল না? খড়গপুরে (Kharagpur) দলের মনোনীত প্রার্থীর সমস্ত পোস্টার ছিঁড়ে দিলেন বিজেপি (BJP) নেত্রী বেবি কোলে। এমনকী,  ভোট দিলে  'দেখে নেওয়া'র হুমকি দিলেন স্থানীয় বাসিন্দাদের। আলিপুরদুয়ারে (Alipurduar) আবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বাবা ও মেয়ে। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রার্থীতালিকা নিয়ে ক্ষোভ গেরুয়াশিবিরেও।

রাত পোহালেই মনোনয়ন পেশের শেষদিন। কলকাতা থেকে নয়, বরং সোমবার জেলাগতভাবে ১০৮ পুরসভায় (Municipal Election 2022) প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP)। যেমন শ্রীরামপুর সাংগঠনিক জেলা থেকে উত্তরপাড়া, কোন্ননগর ও রিষড়া পুরসভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, আর ব্যারাকপুর সাংগঠনিক জেলা থেকে উত্তর ব্যারাকপুর, খড়দহ  পানিহাটির পুরসভার। ব্যতিক্রম ঘটেনি উত্তরবঙ্গ-সহ রাজ্যের অন্য জেলাগুলির ক্ষেত্রেও।

আরও পড়ুন: Municipal Election 2022: টিকিট দেয়নি দল, বিজেপিতে যোগ দিলেন জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্য়ান

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে এবার বিজেপি প্রার্থী মৌসুমী দাস। তাঁর সমর্থনের এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছিল। এদিন সমস্ত পোস্টার ছিঁড়ে দিলেন দলের 'বিক্ষুদ্ধ' নেত্রী বেবি কোলে। কেন? তাঁর অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতা ৩ লক্ষ টাকার বিনিময়ে পুরভোটে টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাও আবার পুরভোটের দায়িত্বপ্রাপ্ত অন্য এক নেতার মাধ্যমে! কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তিনি। সেকারণেই প্রার্থীও করা হয়নি।

 

 

আরও পড়ুন: Municipal Election 2022: কমিশনের 'নিষেধ' উড়িয়ে তাম্রলিপ্ত পুরসভায় বিজেপি প্রার্থী তালিকায় নাম! জোর বিতর্ক

আলিপুরদুয়ারে কেন নির্দল প্রার্থী হলেন বাবা-মেয়ে? দলবদল করেছেন একাধিকবার। নির্দল হিসেবেও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন আশিষ দত্ত। পুরসভার চেয়ারম্যান ছিলেন ২ দফায়। তৃণমূল ছেড়ে এখন বিজেপিতে যোগ দিয়েছেন আশিষ। তাঁর ইচ্ছে ছিল, দলের সমর্থন নিয়ে নির্দল হিসেবে এবারের পুরভোটে লড়বেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বিজেপি স্থানীয় নেতৃত্ব।

এদিন আলিপুরদুয়ার শহরের ২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিজেপি নেতা আশিষ দত্ত। আর ১৯ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন তাঁর মেয়ে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.