Kalyan Chaubey: দোলের দিন ফের হামলা! বর্ধমানে 'আক্রান্ত' BJP নেতা কল্যাণ চৌবে

দুটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ।

Updated By: Mar 18, 2022, 10:01 PM IST
Kalyan Chaubey: দোলের দিন ফের হামলা! বর্ধমানে 'আক্রান্ত' BJP নেতা কল্যাণ চৌবে

নিজস্ব প্রতিবেদন: দোলের দিন ফের  'আক্রান্ত' বিজেপি নেতা কল্য়াণ চৌবে (BJP leader Kalyan Chaubey)। পূ্র্ব বর্ধমানের মশাগ্রামে ভাঙচুর চালানো হল তাঁর গাড়িতে! এমনকী, মেয়েকে সঙ্গে নিয়ে স্ত্রী যে গাড়িতে ছিলেন, সেই গাড়িটিতে হামলা চালানো হয় অভিযোগ। কারা হামলা চালাল? কল্যাণ চৌবের দাবি, তৃণমূলকর্মীরা হামলা চালিয়েছেন।

ঘটনা ঠিক কী? টুইটে কল্যাণ চৌবে জানিয়েছেন, 'আবার আমার উপর হামলা হল। এবার বর্ধমানে। দোলে রাধা-গোবিন্দের পুজোয় সোহিনী (স্ত্রী) দেশের বাড়ি বর্ধমানে আসি। মশাগ্রাম রেল ক্রসিংয়ে, আমার গাড়ি ৪-৫ মিনিট দাঁড়িয়েছিল। গাড়িতে বিজেপির পতাকা দেখে হামলা করল কিছু তৃণমূল দুষ্কৃতী। দুটো গাড়ি ক্ষতিগ্রস্ত হল'।

 

তখন বিধানসভা ভোট চলছে রাজ্যে। কলকাতার মানিকতলা কেন্দ্রে প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey)। বিটি রোডে মক পোলিং চলাকালীন 'হামলা'র মুখে পড়েছিলেন তিনি। অভিযোগ, পুলিসের সামনেই বিজেপি প্রার্থীর উপর চড়াও হন তৃণমূলকর্মীরা। স্রেফ মারধর বা জামা ছিঁড়ে দেওয়া নয়, টানতে টানতে প্রায় ২০০ মিটার দূরে নিয়ে যাওয়া হয় কল্যাণ চৌবে-কে। রেহাই মেলেনি ভোটের দিনেও।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.