হলদিয়ার দুর্গাচকের বার-এ বিজেপি নেতার 'দাদাগিরি'

হলদিয়ার দুর্গাচকের বার-এ বিজেপি নেতার 'দাদাগিরি'। টাকা চাওয়ায় মদের বোতল ভেঙে হোটেল ম্যানেজারকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি নগর মণ্ডলের সভাপতি অনুপম মাইতির বিরুদ্ধে।

Updated By: May 3, 2017, 09:34 PM IST

ওয়েব ডেস্ক : হলদিয়ার দুর্গাচকের বার-এ বিজেপি নেতার 'দাদাগিরি'। টাকা চাওয়ায় মদের বোতল ভেঙে হোটেল ম্যানেজারকে খুনের চেষ্টার অভিযোগ উঠল বিজেপি নগর মণ্ডলের সভাপতি অনুপম মাইতির বিরুদ্ধে।

সেসময় বার-এ থাকা অন্য কাস্টমারদেরও মারধরের অভিযোগ। অনুপম মাইতির বিরুদ্ধে দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন ম্যানেজার। মিলেছে মারধরের সিসিটিভি ফুটেজ। তা তুলে দেওয়া হয় পুলিসের হাতে। দুপুরে কুকড়াহাটি ঘাট থেকে ওই BJP নেতাকে গ্রেফতার করে পুলিস।

আরও পড়ুন, দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যা মামলায় ফের নাটকীয় ভোলবদল

আরও পড়ুন, পাশ করিয়ে দেওয়ার দাবিতে বালুরঘাট ল' কলেজেের অধ্যক্ষকে হুমকি ফোন

.