দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যা মামলায় ফের নাটকীয় ভোলবদল

দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যা মামলায় ফের নাটকীয় ভোলবদল। এবার অভিযুক্তদের চিনতে পারলেন  না মামলার  প্রধান সক্ষী দুই পুলিস কর্মী। এজলাসে দাঁড়িয়ে SI আদিত্য চন্দ্র মণ্ডল এবং ASI  রণজিত্ বাউরি  বললেন, অভিযুক্তদের তাঁরা চেনেন না।

Updated By: May 3, 2017, 09:19 PM IST
দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যা মামলায় ফের নাটকীয় ভোলবদল

ওয়েব ডেস্ক : দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যা মামলায় ফের নাটকীয় ভোলবদল। এবার অভিযুক্তদের চিনতে পারলেন  না মামলার  প্রধান সক্ষী দুই পুলিস কর্মী। এজলাসে দাঁড়িয়ে SI আদিত্য চন্দ্র মণ্ডল এবং ASI  রণজিত্ বাউরি  বললেন, অভিযুক্তদের তাঁরা চেনেন না।

এমন কি তাদের দাবি, ঘটনার দিন রাত হয়ে গিয়েছিল বলে অভিযুক্তদের চেনা যাচ্ছে না। গতকালই সকলকে অবাক করে অভিযুক্তদের চিনতে অস্বীকার করেন মামলার অভিযোগকারী দুবরাজপুর থানার তত্কালীন OC ত্রিদিব প্রামাণিক। ২০১৪-য় সংঘর্ষ থামাতে গিয়ে খুন হন অমিত চক্রবর্তী। গ্রেফতার করা হয় ১৯ জনকে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ সেখ আলিম।

আরও পড়ুন, পাশ করিয়ে দেওয়ার দাবিতে বালুরঘাট ল' কলেজেের অধ্যক্ষকে হুমকি ফোন

.