Dilip Ghosh: 'তৃণমূল নেতাদের পিছনে পেট্রল ঢেলে দিন, দেখবেন, কেমন দৌড়য়'
'আইনি ব্যবস্থা নেওয়া উচিত', প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
নিজস্ব প্রতিবেদন: বেলাগাম দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূল (TMC) নেতাদের 'পিছনে পেট্রল ঢেলে দেওয়া'র নিদান দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। পেট্রোপণ্য়ের পাল্টা আলুর দামবৃদ্ধি নিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন।
বিজেপির কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়ায় গিয়েছেন দিলীপ ঘোষ। এদিন বাঁকুড়া শহরে ‘ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি’র দাবিতে পদযাত্রা করেন তিনি। পদযাত্রা শেষে কর্মিসভা হয় শহরের মাচানতলা এলাকায়। স্রেফ শাসকদলকে তুলোধনা করা নয়, কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ।
আরও পড়ুন: Arjun Singh: গেরুয়াশিবিরে মোহভঙ্গ? TMC বিধায়কের সঙ্গে কলসযাত্রায় অর্জুন সিং
এদিন কর্মিসভায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, 'তৃণমূল নেতাদের পিছনে পেট্রোল ঢেলে দিন। দেখবেন, কেমন দৌড়য়। আমরা ছোটবেলায় কুকুরের পিছনে পেট্রল দিতাম। দিন আসছে, তৃণমূল নেতাদের পিছনে পেট্রল দেওয়া হবে'। রাজ্যের শাসকদলকে তাঁর কটাক্ষ, 'পেট্রল ছেড়ে দাও। আলুর দাম কমাতে পারছ না। ঢেঁড়শের দাম কমাতে পারছ না, ঘিয়েক দাম কমাতে পারছ না। পেট্রল তো অনেক দূর'।
দিলীপ ঘোষের এই মন্তব্য়ের তীব্র নিন্দা করেছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'খুবই দুর্ভাগ্যজনক। রাজনীতির সামগ্রিক রুচিটাকে বড্ড নিচে নামিয়ে আনছেন। পেট্রল ঢেলে দাও, আগুন জ্বালিয়ে দাও, এ তো প্ররোচনামূলক কথা। আইনি ব্যবস্থা নেওয়া উচিত। পেট্রল, ডিজেল, সার, ওষুধের দাম বাড়াচ্ছে কেন্দ্র। আমরা তো বলবই। সঙ্গে যোগ করেন, 'দিলীপবাবু, আপনি আলুর দাম নিয়ে মিথ্যাচার করছেন। পরিবহণের খরচ বেড়েছে। ফলে দাম বাড়ছে'।