মোদীর ব্রিগেড ভরাতে ৪টে আস্ত ট্রেন ভাড়া করল বিজেপি

রেল সূত্রের খবর, বিজেপির ভাড়া করা চারটি ট্রেন ছাড়বে লালগোলা, রামপুরহাট, পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যথাক্রমে শিয়ালদা ও হাওড়া স্টেশনে পৌঁছবে ট্রেনগুলি। 

Updated By: Apr 2, 2019, 07:09 PM IST
মোদীর ব্রিগেড ভরাতে ৪টে আস্ত ট্রেন ভাড়া করল বিজেপি

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়

বুধবার মোদীর ব্রিগেড ঘিরে বিজেপির অন্দরে সাজোসাজো রব। সমর্থকদের চৈত্রের দাবদাহ থেকে বাঁচাকে ইতিমধ্যে ব্রিগেডের একাংশ ঢেকেছে বিশাল ছাউনিতে। মোদীর সামনে ব্রিগেড ভরানো বড় চ্যালেঞ্জ বিজেপির সামনে। আর তাই চার চারটে আস্ত ট্রেনই ভাড়া করে ফেলেছে তারা। সূত্রের খবর, ট্রেন ভাড়া করতে বিজেপির খরচ হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। 

 

রেল সূত্রের খবর, বিজেপির ভাড়া করা চারটি ট্রেন ছাড়বে লালগোলা, রামপুরহাট, পুরুলিয়া ও ঝাড়গ্রাম থেকে। বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যথাক্রমে শিয়ালদা ও হাওড়া স্টেশনে পৌঁছবে ট্রেনগুলি। 

পশ্চিমবঙ্গে মোতায়েন ১০ কোম্পানি বাহিনীর মধ্যে ৭ কোম্পানি উত্তরবঙ্গে পাঠাল কমিশন

বিজেপির দাবি, বাসে বা অন্য কোনও গাড়িতে ব্রিগেডে পৌঁছতে গিয়ে তৃণমূলের বাধার মুখে পড়তে পারেন বিজেপি কর্মীরা। তাই বিকল্প হিসাবে রেলপথ বেছেছেন তাঁরা। কিন্তু বামেদের মতো ট্রেন দখল করে যাত্রীদের দুর্দশার কারণ হতে চায় না বিজেপি। তাই ট্রেন ভাড়া করার পরিকল্পনা। 

.