বাঁকুড়ায় ৫টি গ্রাম পঞ্চায়েত জয় বিজেপির, খাতা খুলছে উত্তর দিনাজপুরেও
২০১৩ পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলায় একটিমাত্র গ্রাম পঞ্চায়েত আসনে জিতেছিল বিজেপি
নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার লাল মাটিতে বড়সড় জয় হাসিল করল বিজেপি। এখনও পর্যন্ত বাঁকুড়ার ৫টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি। পুড্ডি, সারেঙ্গা বিক্রমপুর, সিমলাপাল বিক্রমপুর, কেঞ্জাকুড়া, মানকালী গ্রাম পঞ্চায়েত নিজেদের ঝুলিতে পুরেছে গেরুয়া শিবির।
এদিন ভোটগণনা শুরু হতেই দেখা যায় ঘাসফুল শিবিরকে জোর টেক্কা দিতে তৈরি পদ্ম শিবির। বেলা যত গড়ায় তত পরিষ্কার হতে থাকে ব্যালট বাক্সের রহস্য। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত বাঁকুড়ায় ২৬৪টি গ্রাম পঞ্চায়েত আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপি জয় পেয়েছে ১২৮টি আসনে।
আরও পড়ুন, ভাঙড়ে ভোটের ফলে ছাপ ফেলল হোয়াটসঅ্যাপ মনোনয়ন, জয়ী নির্দল প্রার্থীরা
উল্লেখ্য, ২০১৩ পঞ্চায়েত নির্বাচনে গোটা জেলায় একটিমাত্র গ্রাম পঞ্চায়েত আসনে জিতেছিল বিজেপি। সেখানে এবার ইতিমধ্যেই ৫টি গ্রাম পঞ্চায়েত জিতে নিয়েছে গেরুয়াবাহিনী। অর্থাত্, একথা বলাই যায় যে বাঁকুড়ায় ভিত মজবুত করেছে বিজেপি।
আরও পড়ুন, বীরভূমে ‘অক্সিজেন’ পেল বিজেপি
অন্যদিকে, এবার উত্তর দিনাজপুরেও খাতা খুলছে বিজেপি। গণনার গতিপ্রকৃতি বলছে, ইটাহার গ্রাম পঞ্চায়েতে এগিয়ে রয়েছে বিজেপি। পাশাপাশি, বিজেপি এগিয়ে রয়েছে রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রাম পঞ্চায়েতেও। দলের এই সাফল্যে দৃশ্যতই খুশির হাওয়া উত্তর দিনাজপুর জেলা বিজেপিতে।