দুর্যোগ নিয়ে রাজনীতি নয়, ফণিতে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস বিজেপির

'ভোটপ্রচার স্থগিত রেখে বিজেপি কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা রাজনীতি করার সময় নয়। তাই রাজ্য সরকার ও প্রশাসনের পাশে থাকবেন বিজেপি কর্মীরা।' 

Updated By: May 3, 2019, 03:19 PM IST
দুর্যোগ নিয়ে রাজনীতি নয়, ফণিতে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস বিজেপির

নিজস্ব প্রতিবেদন: বিপর্যয়ে রাজ্যবাসীর পাশে আছে বিজেপি। শুক্রবার এমনটাই জানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, দুর্যোগে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে বিজেপি। এই মর্মে আশ্বস্ত করে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কৈলাস। 

ফণির দাপটে 'তছনছ' হতে পারে কলকাতা! ঝড় কখন সবচেয়ে বেশি হবে?

এদিন তিনি বলেন, 'ভোটপ্রচার স্থগিত রেখে বিজেপি কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা রাজনীতি করার সময় নয়। তাই রাজ্য সরকার ও প্রশাসনের পাশে থাকবেন বিজেপি কর্মীরা।' তিনি বলেন, 'ফণি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে। সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করে রাজ্যবাসীর পাশে থাকার নির্দেশ দিয়েছেন তাঁরা।'

 

কৈলাস জানিয়েছেন, ফণির জন্য আগামী রবিবার তমলুক ও ঝাড়গ্রামে প্রধানমন্ত্রীর সভা বাতিল হয়েছে। পরের দিন অর্থাত্ সোমবার হবে সেই সভা। পিছিয়েছে বিজেপি সভাপতি অমিত শাহের সভাও। সোমবারের বদলে মঙ্গলবার সভা করবেন তিনি। 

Tags:
.