Jamai Sasthi: জামাইষষ্ঠী করতে এসে ভয়ংকর কাণ্ড ঘটিয়ে ফেললেন 'গুণধর' জামাই!

রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায় দুজনেই। তারপরই সকালবেলা দেখা যায়...

Updated By: Jun 13, 2024, 03:17 PM IST
Jamai Sasthi: জামাইষষ্ঠী করতে এসে ভয়ংকর কাণ্ড ঘটিয়ে ফেললেন 'গুণধর' জামাই!

প্রসেনজিৎ মালাকার: জামাইষষ্ঠী করতে এসে শ্বশুরবাড়িতে রাতের অন্ধকারে বউকে গলা কেটে খুন করে আত্মহত্যার চেষ্টা জামাইয়ের। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের বোধ গ্রামে। অভিযোগ, গত চার মাস আগে পদ্মা বাউড়ির সাথে বিয়ে হয়েছিল ইলামবাজারের সাহাপুর গ্রামের রাজকুমার বাউড়ির। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির কারণে বাপের বাড়িতেই থাকত পদ্মা বাউড়ি।

গতকাল জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে আসে রাজকুমার বাউড়ি। রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যায় দুজনেই। এরপর সকালবেলা গলা কাটা অবস্থায় স্ত্রীর ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করে জামাই। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে।

যদিও স্ত্রীকে খুনের অভিযোগ বা গতকাল রাতে অশান্তির অভিযোগ অস্বীকার করছেন রাজকুমার বাউড়ি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে বীরভূমের দুবরাজপুর থানার পুলিস।

 

আরও পড়ুন, Soumitra Khan: '১৮ বছর পর পুরনো আমিটাকে ফিরে পেলাম', জামাইষষ্ঠী খেয়ে বললেন সাংসদ সৌমিত্র!

.