পাহাড়ের উন্নয়ন নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনয় তামাং
নিজস্ব প্রতিবেদন : ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে নবান্নে আসছেন বিনয় তামাং। আজ বিকেল পাঁচটায় বৈঠক হওয়ার কথা। জিটিএ চেয়ারম্যান হওয়ার পর এই প্রথম মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মূলত কথা হবে পাহাড়ের উন্নয়নের বিষয়ে।
গত সাড়ে তিন মাস ধরে বিক্ষোভ-বনধে পাহাড়ের উন্নয়ন স্তব্ধ। কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদানের টাকাও পৌঁছায়নি পাহাড়ে। সেই টাকা যাতে এখন পাওয়া যায়, তার জন্যও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাবেন জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং।
একইসঙ্গে অভিযোগ, পাহাড়কে নতুন করে আবার অশান্ত করার চেষ্টা করছে বিমল গুরুংরা। সেই ব্যাপারেও কথা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রসঙ্গত আজই দার্জিলিংয়ে পুলিস ও গুরুংপন্থীদের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক সাব ইন্সপেক্টরের। আহত হয়েছেন আরও ৩-৪ জন পুলিস কর্মী। পুলিসের একটি গাড়িও জ্বালিয়ে দেয় গুরুংপন্থীরা।
এরপর শনিবার তামাং দেখা করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির সঙ্গে। সোমবার ফের নবান্নে পাহাড় নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিনয় তামাং ছাড়াও উপস্থিত থাকবেন জিটিএ-র বাকি সদস্যরা।
আরও পড়ুন, গুরুংপন্থীদের সঙ্গে গুলির লড়াই, মৃত্যু পুলিস আধিকারিকের