হাত ছেড়ে বাইক নিয়ে স্টান্ট! মর্মান্তিক পরিণতি দ্বিতীয় হুগলি সেতুতে

বাইকটি দ্বিতীয় হুগলি সেতুর ওপর  উল্টে যায়। বাইক থেকে ছিটকে পড়ে যান লালু। তাঁর মাথায় গভীর  চোট লাগে।  হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে লালু সাহানির। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানিয়ে দেন চিকিত্সকরা।   

Updated By: Oct 20, 2018, 11:50 AM IST
হাত ছেড়ে বাইক নিয়ে স্টান্ট! মর্মান্তিক পরিণতি দ্বিতীয় হুগলি সেতুতে

নিজস্ব প্রতিবেদন: স্টান্টবাজি করতে গিয়ে মৃত্যু। হাত ছেড়ে বাইক চালাতে গিয়ে দ্বিতীয় হুগলি সেতুতে  মর্মান্তিক পরিণতি।  নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল বাইক।  ছিটকে পড়ে মৃত্যু হল যুবকের।  

পুজোর উন্মাদনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে একাদশীর সকালে দ্বিতীয় হুগলি সেতুতে ঘটল ভয়ঙ্কর ঘটনা।  দশমীর রাতে বন্ধুর  বাড়িতে থেকে গিয়েছিলেন লালু সাহানি নামে ওই যুবক। সকালে বন্ধুর সঙ্গেই বাইকে বেরিয়েছিলেন।  একাদশীর সকালে রাস্তাঘাট ছিল ফাঁকা।  দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে বাইক ছুটছিল ঝড়ের গতিতে।  বন্ধুর সঙ্গেই চ্যালেঞ্জ নিয়ে বাইক চালাতে চালাতেই হাত ছেড়ে দিয়েছিলেন লালু সাহানি। আচমকাই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে দেখা করতে বেরিয়েছিল মেয়ে... উদ্ধার খুবলে খাওয়া দেহ

বাইকটি দ্বিতীয় হুগলি সেতুর ওপর  উল্টে যায়। বাইক থেকে ছিটকে পড়ে যান লালু। তাঁর মাথায় গভীর  চোট লাগে।  হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু হয়েছে লালু সাহানির। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানিয়ে দেন চিকিত্সকরা।   

আরও পড়ুন: ১০০ টাকার পেট্রোল কিনলে ফেরত পাবেন ৪০ টাকা ৭৫ পয়সা!

স্টান্টবাজি না করার ক্ষেত্রে সবসময়ই সচেতন করে প্রশাসন। তবুও যে এখনও অনেকেই সচেতন হননি, তার প্রমাণ মিলল ফের এদিন।  এর আগেও ফাঁকা রাস্তায় বাইক নিয়ে স্টান্টবাজি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে।

.