যাত্রীদের সঙ্গে গল্প করতে করতেই বেরলো ভোজালি, রিভলবার! সর্বস্ব লুটে বেপাত্তা ডাকাত দল

যাত্রীদের সূত্রে জানা গেছে, কোচবিহার থেকে করিমপুর যাচ্ছিল বেসরকারি বাসটি। বাসে ছিলেন জনা পঞ্চাশ যাত্রী। 

Updated By: Sep 22, 2020, 06:49 PM IST
যাত্রীদের সঙ্গে গল্প করতে করতেই বেরলো ভোজালি, রিভলবার! সর্বস্ব লুটে বেপাত্তা ডাকাত দল

নিজস্ব প্রতিবেদন: যাত্রীদের সঙ্গে খোশগল্প করতে করতেই হঠাত্‍ ভোলবদল। কারোর পকেট থেকে বেরিয়ে এল রিভলবার। কারোর আবার ধারালো ভোজালি। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ল বাসে। টানটান থ্রিলার সিনেমার চিত্রনাট্য। গতকাল সন্ধেয় ঠিক এই ভাবেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে বাসে ডাকাতি করে দুষ্কৃতীরা। 

আরও পড়ুন: 'যাঁরা অতীতকে ভুলে যান, তাঁদের ভবিষ্যত অন্ধকার', বিস্ফোরক শুভেন্দু! বিঁধলেন কাকে?

যাত্রীদের সূত্রে জানা গেছে, কোচবিহার থেকে করিমপুর যাচ্ছিল বেসরকারি বাসটি। বাসে ছিলেন জনা পঞ্চাশ যাত্রী। ধূপগুড়িতে বাস দাঁড়ালে সেখানে কিছু যাত্রী ওঠেন। জলঢাকা সেতু পেরিয়ে ময়নাগুড়িতে বাস ঢুকতেই স্বমূর্তি ধারণ করে দুষ্কৃতীরা। আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র দেখিয়ে যাত্রীদের থেকে শুরু হয় লুঠপাট। চালককে সরিয়ে বাসের স্টিয়ারিং ধরে ডাকাতরাই। 

ময়নাগুড়ি বিডিও অফিসের কাছে একটি শুনশান জায়গায় বাস দাঁড় করিয়ে এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। জখম চালক সেখান থেকে ফের গাড়ি চালিয়ে ময়নাগুড়ি থানায় গাড়ি নিয়ে আসেন। বাসের যাত্রীদের উদ্ধার করে পুলিস। জলপাইগুড়িজুড়েই তল্লাসি শুরু করেছে পুলিস।

.