ভোটের দামামা বাজাতে অমিত মালব্যকে আসরে নামাল BJP, এবার পিকের সঙ্গে ভার্চুয়াল লড়াই

অমিত মালব্য কী করতে পারেন, সে ব্যাপারে অজানা নন প্রশান্ত কিশোর। তিনিও সহজে জায়গা ছাড়বেন না

Reported By: অঞ্জন রায় | Updated By: Nov 17, 2020, 12:01 AM IST
ভোটের দামামা বাজাতে অমিত মালব্যকে আসরে নামাল BJP, এবার পিকের সঙ্গে ভার্চুয়াল লড়াই

নিজস্ব প্রতিবেদন: ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। হলেন বাংলার কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক। আসন্ন বিধানসভা ভোটের আগে অমিত মালব্যর এমন 'পদোন্নতি' বিজেপির মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল। তাদের মতে, প্রশান্ত কিশোরের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের লড়াইয়ে এঁটে উঠতেই মাঠে নামানো হল মালব্যকে।

আরও পড়ুন- বিজেপিতে যোগ দিচ্ছেন ১০২ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্কর

স্লোগান থেকে ছড়া- ভোটের আগে দেওয়ালে দেওয়ালে চলে রাজনীতির লড়াই। ফোর জি-র যুগে দেওয়াল এখন ভার্চুয়াল। কোভিডকালে তো ফেসবুক, টুইটারই প্রচারের মাধ্যম হয়ে উঠেছে। ভার্চুয়াল-যুদ্ধে বিজেপির আইটি সেল 'ভারতপ্রসিদ্ধ'। সেই আইটি সেলের প্রধান অমিত মালব্য। নানা অভিযোগও রয়েছে বিজেপির আইটি সেলের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, তিলকে তাল করাই এদের কাজ। নিমেষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ভুয়ো খবর। তা ঘোরে হোয়াটসঅ্যাপের হাজার হাজার গ্রুপে। 

আগে বিজেপি একাই গোল দিত। এবার তথ্যপ্রযুক্তির ব্যবহারে কয়েক কদম এগিয়েছে বিরোধীরা। বাংলায় প্রশান্ত কিশোর তৃণমূলের ভোটকৌশলী হওয়ার পর প্রেক্ষাপটই বদলে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে টক্কর দিচ্ছে তৃণমূল। একুশের কঠিন লড়াইয়ে তাই কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল বিজেপির। প্রশান্তকে সামলাতে নামানো হল মালব্যকে। তার আগে বিহারের ভোটে হাত পাকিয়ে এসেছেন নতুন কেন্দ্রীয় সহ-পর্যবেক্ষক। বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়েও ওয়াকিবহাল তিনি। নিয়মিত তৃণমূলকে আক্রমণ শানান। বিজেপি কর্মীর মৃত্যুর ছবি দিয়ে টুইট করেন। ফলে হাতে সময় কম থাকলেও অমিত মালব্য কামাল করবেন বলেই বিশ্বাস বিজেপি নেতৃত্বের।

আরও পড়ুন-বাংলার ঘরের বউ-ই আজ পড়শি বিহারের উপমুখ্যমন্ত্রী, অবসর পেলেই আসেন শ্বশুরবাড়িতে

অমিত মালব্য কী করতে পারেন, সে ব্যাপারে অজানা নন প্রশান্ত কিশোর। তিনিও সহজে জায়গা ছাড়বেন না। বাংলায় দুই শিবিরের সোশ্যাল-যুদ্ধ যে নয়া মাত্রায় পৌঁছবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনীতির কারবারিরা। আগামী গ্রীষ্মেই বোঝা যাবে, কে কাকে মাত দিলেন!

.